বিশ্ব শিক্ষক দিবস আজ

স্বার্থ সংশ্লিষ্টতায় শিক্ষকদের বিরুদ্ধে 'মব' হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৩: ০৭
Thumbnail image

গত এক বছরে শিক্ষকেরা তলে তলে স্বার্থ সংশ্লিষ্টতায় জড়িয়ে কোথাও একে অন্যের বিরুদ্ধে মবের সৃষ্টিকরে। কোথাও অতিমাত্রায় শিক্ষাঙ্গনে রাজনৈতিক মতাদর্শ লালন পালন করতে গিয়ে শিক্ষকেরা কেউ কেউ বাড়াবাড়ি করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়মে নিমজ্জিত ছিলেন। একজনকে সরিয়ে অন্যজন কাঙ্ক্ষিত পদে বসতে চান। ভিন্ন মতাদর্শের শিক্ষকেরা রোষানলে পড়েন। এইসব কারণে শিক্ষকেরা অপদস্থ হয়েছেন। এ অবস্থার মধ্য দিয়ে এবার বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। সরকারিভাবে ঘটা করে এবার দিবস পালন হচ্ছে।

এবারের শ্লোগান হল শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি "জবপধংঃরহম ঃবধপযরহম ধং ধ পড়ষষধনড়ৎধঃরাব ঢ়ৎড়ভবংংরড়হ," বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে কুমিল্লা গণিত ক্লাবের উদ্যাগে আজ বিকেলে

শিক্ষক সম্মাননা অনুষ্ঠান হবে। মব হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ নার্গিস আক্তার, কুমিল্লা মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষক এ কে এম আক্তার হোসেন, দিদার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র দে, মুদাফরগঞ্জ নওয়াব আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান মজুমদার, মরিচাকান্দা হাইস্কুলের প্রধান শিক্ষক বেগম আয়েশা সিদ্দিকা, মুরাদনগরের আকুবপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিখা রায় প্রতিষ্ঠানে গত এক বছরে যেতে পারেননি। ভিক্টোরিয়া সরকারি কুমিল্লা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মৃনাল কান্তি গোস্বামী কলেজে যেতে পারেননি, ইতিমধ্যে তাঁর চাকরিও শেষ হয়ে গেছে। জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ আমার শহরকে বলেন, শিক্ষকদের মর্যাদা যেকোনোভাবে ঠিক রাখতে হবে। মব করে শিক্ষকদের হয়রানি করা যাবে না। কঠোরভাবে প্রশাসনকে তা দমন করতে হবে। অযৌক্তিকভাবে কাউকে চাকরিচ্যুত ও হয়রানি করা যাবে না। শিক্ষকেরা সবাই মিলেমিশে থাকলে আলো ছড়াবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত