আমার শহর ডেস্ক

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিশেষ ডিভাইস উদ্ধার ও নারীসহ ৫১ পরীক্ষার্থী আটকের ঘটনায় সদর থানায় করা মামলায় ২৬ পুরুষ আসামির প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, নির্ধারিত রিমান্ড শুনানির দিনে আদালত নারীসহ ৫১ আসামির মধ্যে ২৬ জন পুরুষ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিটি আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর আগে, শুক্রবার রাতে আটক ৫১ পরীক্ষার্থীর বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়। পরদিন তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত শুনানির জন্য গতকাল মঙ্গলবার দিন ধার্য করেন এবং ওই সময় পর্যন্ত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত শুক্রবার ৯ জানুয়ারি গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে বিশেষ ডিভাইস ও অসাধু পদ্ধতিতে নকলের অভিযোগে মোট ৫১ পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, এটিএম কার্ডসহ ৪৭টি বিশেষ ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নারী পরীক্ষার্থী ছিলেন ১৭ জন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় ৪০০টির বেশি শূন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ১৯৭ জন। সদর উপজেলার ১১ কেন্দ্রে ৩৭ জন, পলাশবাড়ীর চার কেন্দ্রে ১২ জন ও ফুলছড়ির একটি কেন্দ্র থেকে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়। সদর, ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলায় মোট ৪৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ৫ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী।

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিশেষ ডিভাইস উদ্ধার ও নারীসহ ৫১ পরীক্ষার্থী আটকের ঘটনায় সদর থানায় করা মামলায় ২৬ পুরুষ আসামির প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, নির্ধারিত রিমান্ড শুনানির দিনে আদালত নারীসহ ৫১ আসামির মধ্যে ২৬ জন পুরুষ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিটি আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর আগে, শুক্রবার রাতে আটক ৫১ পরীক্ষার্থীর বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়। পরদিন তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত শুনানির জন্য গতকাল মঙ্গলবার দিন ধার্য করেন এবং ওই সময় পর্যন্ত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত শুক্রবার ৯ জানুয়ারি গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে বিশেষ ডিভাইস ও অসাধু পদ্ধতিতে নকলের অভিযোগে মোট ৫১ পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, এটিএম কার্ডসহ ৪৭টি বিশেষ ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নারী পরীক্ষার্থী ছিলেন ১৭ জন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় ৪০০টির বেশি শূন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ১৯৭ জন। সদর উপজেলার ১১ কেন্দ্রে ৩৭ জন, পলাশবাড়ীর চার কেন্দ্রে ১২ জন ও ফুলছড়ির একটি কেন্দ্র থেকে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়। সদর, ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলায় মোট ৪৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ৫ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী।