নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় বিউটিশিয়ানদের নিয়ে একদিনের মাস্টার ক্লাস হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী ওই ক্লাস হয় নগরের টমছমব্রীজ এলাকার হোটেল গ্র্যান্ড ক্যাসেল কনভেনশন হলে। এতে ৬০ জন বিউটিশিয়ানকে হেয়ার রিবন্ডিং, কানের ফুটো রিমুভ ও বি বি গ্লো ফেসিয়াল নিয়ে প্রশিক্ষণ দেন ঢাকা থেকে আগত স্বনামধন্য বিউটিশিয়ান সাচি নূর সাচি।
বিউটি পার্লার মহিলা সমবায় সমিতি লিমিটেড, সততা নারী উদ্যোক্তা সংস্থা ও চমক প্রসাধনীর উদ্যোগে ওই প্রশিক্ষণ হয়।
কুমিল্লার আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার মো. শরিফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে বিকেলে সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মো. সালমান ইকবাল। বিউটি পার্লার মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাসিনা বেগম ও সাধারণ সম্পাদক কাজী রোকসানা। জেলা সমবায় অফিসার মো. সালমান ইকবাল বলেন, বিউটি পার্লার মহিলা সমবায় সমিতিকে সঞ্চয় করতে হবে। সমবায়ের নিয়ম মেনে কাজ করতে হবে। আপনারা নিবন্ধিত সংগঠন, আইন মেনে কাজ করতে হবে। বিউটিশিয়ানরা দেশের জন্য কাজ করবেন। এটাই প্রত্যাশা করি।
বিউটি পার্লার মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাসিনা বেগম বলেন,‘ আমি উদ্যোক্তা তৈরি করতে চাই। একজন বিউটিশিয়ান একজন উদ্যোক্তা। এদের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। দিনব্যাপী সেটি হয়েছে। এর মাধ্যমে কুমিল্লায় এই কাজে আরও নারীরা সম্পৃক্ত হবে। ’
বিউটিশিয়ান সাচি নূর সাচি বলেন, কুমিল্লার নারীরা খুবই মেধাবী। তাঁরা ভালো কাজ বুঝে। ভালো কাজ জানেন।
কুমিল্লায় বিউটিশিয়ানদের নিয়ে একদিনের মাস্টার ক্লাস হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী ওই ক্লাস হয় নগরের টমছমব্রীজ এলাকার হোটেল গ্র্যান্ড ক্যাসেল কনভেনশন হলে। এতে ৬০ জন বিউটিশিয়ানকে হেয়ার রিবন্ডিং, কানের ফুটো রিমুভ ও বি বি গ্লো ফেসিয়াল নিয়ে প্রশিক্ষণ দেন ঢাকা থেকে আগত স্বনামধন্য বিউটিশিয়ান সাচি নূর সাচি।
বিউটি পার্লার মহিলা সমবায় সমিতি লিমিটেড, সততা নারী উদ্যোক্তা সংস্থা ও চমক প্রসাধনীর উদ্যোগে ওই প্রশিক্ষণ হয়।
কুমিল্লার আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার মো. শরিফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে বিকেলে সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মো. সালমান ইকবাল। বিউটি পার্লার মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাসিনা বেগম ও সাধারণ সম্পাদক কাজী রোকসানা। জেলা সমবায় অফিসার মো. সালমান ইকবাল বলেন, বিউটি পার্লার মহিলা সমবায় সমিতিকে সঞ্চয় করতে হবে। সমবায়ের নিয়ম মেনে কাজ করতে হবে। আপনারা নিবন্ধিত সংগঠন, আইন মেনে কাজ করতে হবে। বিউটিশিয়ানরা দেশের জন্য কাজ করবেন। এটাই প্রত্যাশা করি।
বিউটি পার্লার মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাসিনা বেগম বলেন,‘ আমি উদ্যোক্তা তৈরি করতে চাই। একজন বিউটিশিয়ান একজন উদ্যোক্তা। এদের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। দিনব্যাপী সেটি হয়েছে। এর মাধ্যমে কুমিল্লায় এই কাজে আরও নারীরা সম্পৃক্ত হবে। ’
বিউটিশিয়ান সাচি নূর সাচি বলেন, কুমিল্লার নারীরা খুবই মেধাবী। তাঁরা ভালো কাজ বুঝে। ভালো কাজ জানেন।