নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরের রাজগঞ্জ, চকবাজার, নিউ মার্কেট, টমছমব্রিজ, বাদশা মিয়ার বাজার, পদুয়ার বাজার, মগবাড়ি বাজার ও রানীর বাজারে শীতকালীন সবজির ছড়াছড়ি। গোমতীর চর, নিমসার, কাঁকিয়ারচর, বুড়িচং, বরুড়া, আদর্শ সদর উপজেলায় উৎপাদিত সবজি বাজারে আগাম ওঠায় সবজির দাম কিছুটা কমেছে। তবে কিছু সবজির দাম আগের মতোই আছে।
আজ সকালে নগরের রাজগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, মূলার হালি ৪০ টাকা, লাল শাক এক মুট ২০ টাকা, ফুলকপি আকার ভেদে ৪০ থেকে ৭০ টাকা, বাধাকপি ছোট আকারের ৩০ -৪০ টাকা। তবে করলার কেজি ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, লাউ ৫০-৮০ টাকা ও লাউয়ের ডগা ৪০ টাকা।
রাজগঞ্জ বাজারের বিক্রেতা আলী আকবর বলেন,‘ শীতকালীন সবজি আসায় দাম কিছুটা কমেছে। বাজারে এখন সবজির অভাব নেই।’
নগরের পুলিশ লাইন এলাকার বাসিন্দা নাজমুল হাসান বলেন,‘ দাম এখনও তেমন একটা কমেনি। তবে বাজারে সবজির অভাব নেই।’

কুমিল্লা নগরের রাজগঞ্জ, চকবাজার, নিউ মার্কেট, টমছমব্রিজ, বাদশা মিয়ার বাজার, পদুয়ার বাজার, মগবাড়ি বাজার ও রানীর বাজারে শীতকালীন সবজির ছড়াছড়ি। গোমতীর চর, নিমসার, কাঁকিয়ারচর, বুড়িচং, বরুড়া, আদর্শ সদর উপজেলায় উৎপাদিত সবজি বাজারে আগাম ওঠায় সবজির দাম কিছুটা কমেছে। তবে কিছু সবজির দাম আগের মতোই আছে।
আজ সকালে নগরের রাজগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, মূলার হালি ৪০ টাকা, লাল শাক এক মুট ২০ টাকা, ফুলকপি আকার ভেদে ৪০ থেকে ৭০ টাকা, বাধাকপি ছোট আকারের ৩০ -৪০ টাকা। তবে করলার কেজি ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, লাউ ৫০-৮০ টাকা ও লাউয়ের ডগা ৪০ টাকা।
রাজগঞ্জ বাজারের বিক্রেতা আলী আকবর বলেন,‘ শীতকালীন সবজি আসায় দাম কিছুটা কমেছে। বাজারে এখন সবজির অভাব নেই।’
নগরের পুলিশ লাইন এলাকার বাসিন্দা নাজমুল হাসান বলেন,‘ দাম এখনও তেমন একটা কমেনি। তবে বাজারে সবজির অভাব নেই।’