কুমিল্লা জিলা স্কুলের লাগোয়া বধূয়াতে শুরু হয়েছে ২৫ পদের বাংলা খাবার বুফে, দাম ৪০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা জিলা স্কুলের লাগোয়া বধূয়া ফুড ভিলেজে শুরু হয়েছে ২৫ পদের বাংলা খাবার বুফে। আজ রোববার দুপুর ১২ টায় ওই খাবার চালু হয়। ৪০০ টাকায় মিলছে এই খাবার। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এটি চলবে। প্রতিদিন দুপুর ১২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই খাবারের আয়োজন।

বধূয়া কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় বধূয়া ব্যাংকুয়েট হলে এই আয়োজন। অনেকে অগ্রিম বুকিং দিয়ে খেতে আসছেন। প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত নয়টা পর্যন্ত বুকিং দেওয়া যাবে।

বধূয়ার স্বত্বাধিকারী ফুয়াদ আহমেদ বলেন, বধূয়া ফুড ভিলেজের বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন। এ বছর বধূয়া ১০ বছরে পদাপর্ণ করেছে। আগে রেগুলার দাম ছিল এই খাবারের ৯৯৯ টাকা। এখন ৪০০ টাকা। আসুন পরিবার নিয়ে আনন্দ ভাগাভাগি করুন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত