নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জিলা স্কুলের লাগোয়া বধূয়া ফুড ভিলেজে শুরু হয়েছে ২৫ পদের বাংলা খাবার বুফে। আজ রোববার দুপুর ১২ টায় ওই খাবার চালু হয়। ৪০০ টাকায় মিলছে এই খাবার। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এটি চলবে। প্রতিদিন দুপুর ১২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই খাবারের আয়োজন।

বধূয়া কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় বধূয়া ব্যাংকুয়েট হলে এই আয়োজন। অনেকে অগ্রিম বুকিং দিয়ে খেতে আসছেন। প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত নয়টা পর্যন্ত বুকিং দেওয়া যাবে।

বধূয়ার স্বত্বাধিকারী ফুয়াদ আহমেদ বলেন, বধূয়া ফুড ভিলেজের বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন। এ বছর বধূয়া ১০ বছরে পদাপর্ণ করেছে। আগে রেগুলার দাম ছিল এই খাবারের ৯৯৯ টাকা। এখন ৪০০ টাকা। আসুন পরিবার নিয়ে আনন্দ ভাগাভাগি করুন।

কুমিল্লা জিলা স্কুলের লাগোয়া বধূয়া ফুড ভিলেজে শুরু হয়েছে ২৫ পদের বাংলা খাবার বুফে। আজ রোববার দুপুর ১২ টায় ওই খাবার চালু হয়। ৪০০ টাকায় মিলছে এই খাবার। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এটি চলবে। প্রতিদিন দুপুর ১২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই খাবারের আয়োজন।

বধূয়া কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় বধূয়া ব্যাংকুয়েট হলে এই আয়োজন। অনেকে অগ্রিম বুকিং দিয়ে খেতে আসছেন। প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত নয়টা পর্যন্ত বুকিং দেওয়া যাবে।

বধূয়ার স্বত্বাধিকারী ফুয়াদ আহমেদ বলেন, বধূয়া ফুড ভিলেজের বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন। এ বছর বধূয়া ১০ বছরে পদাপর্ণ করেছে। আগে রেগুলার দাম ছিল এই খাবারের ৯৯৯ টাকা। এখন ৪০০ টাকা। আসুন পরিবার নিয়ে আনন্দ ভাগাভাগি করুন।