প্রতিবন্ধীরা সমাজ ও দেশের বোঝা নয়

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। বরং মেধা, দক্ষতা আর সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তারাও সমাজ, দেশ ও জাতির সম্পদে পরিণত হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ‘প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভূক্তিতে সমাজ সেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক এক সেমিনারের মূল প্রতিবেদনে এসব কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, আমাদের সমাজ ব্যবস্থায় প্রতিবন্ধী শিশুদেরকে অনেকটা হেয় করে অথবা নিচু চোখে দেখা হয়। তাদেরকে ভিক্ষাবৃত্তিতে উদ্বূদ্ধ করা কিংবা সাহায্য দিয়ে দায় মুক্ত হই। প্রকৃতপক্ষে প্রতিবন্ধী শিশুরাও যে অনেক প্রতিভাবান হতে পারে সেটা একদমই বুঝতে চেষ্টা করি না। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অনেক শিশুই নিজেদের মেধা আর দক্ষতার বিকাশ ঘটিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এগুলো কিন্তু আমাদের চোখের সামনেই ঘটছে। শত বাধা বিপত্তি পার করে তাদের সফলতার সংবাদ প্রায়ই দেখা যায়।

আমরা আমাদের দৃষ্টিভঙ্গী পাল্টে তাদেরকে জানার জন্য শিক্ষা, কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ, স্বাবলম্বী হতে আর্থিক সহযোগীতাসহ স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে হবে। সমাজসেবা অধিদদপ্তর প্রতিবন্ধীদের জন্য আলাদা আইন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাসহ সকল মৌলিক অধিকার সংরক্ষনে কাজ করছে।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেনের সঞ্চালনায় সেমিনারে প্রতিবেদন উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী।

উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক ফারহানা আমিন, তারিক সালমান।

আলোচনায় অংশ নেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, মফিজ উদ্দিন আহমদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক আব্দুল আলীম প্রমূখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত