কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার গভীর রাতে জেলার দাউদকান্দি উপজেলার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন- মো. মামুন ও মো. আরিফ। মো. মামুন দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের মো. ইউনুছের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডাকাতিসহ বিভিন্ন ধারায় ৪টি মামলা রয়েছে। অপর ডাকাত আরিফ চট্টগ্রামের ডবলমুড়িং থানার মঞ্ছুরাবাদ এলাকার মৃত আলী আকবরের ছেলে। তিনি দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। পুলিশ তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড গুলি, ২টি কার্তুজ উদ্ধার করে। তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সড়ক-মহাসড়ক ও নৌযানে ডাকাতিতে সক্রিয় ছিল বলে পুলিশ জানিয়েছেন পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, রাশেদুল হক চৌধুরী, জেলা ডিবির ওসি মো. আবদুল্লাহসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত