সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলাম গ্রেপ্তার

আমার শহর ডেস্ক
Thumbnail image

পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ইস্কাটন থেকে ডিবিপুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়েছেন।

জানা গেছে, নাহিদুল ইসলামকে ইস্কাটন থেকে গ্রেপ্তার করে ডিবিপুলিশ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল; এরপরেই ডিবি তাকে গ্রেপ্তার করল। রাতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর আজ আদালতে তোলা হয়েছে।

সূত্র বলছে, একসময় মেহেরপুরের পুলিশ সুপার— এসপি ছিলেন নাহিদুল ইসলাম। সেসময় জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যার শিকার হন। আলোচিত সেই ঘটনার মূল অভিযুক্ত আসামি করা হয় তৎকালীন পুলিশ সুপার নাহিদুল ইসলামকে।

এদিকে গত ২৮ জুলাই ডিআইজি নাহিদুল ইসলামসহ চারজনকে বাধ্যতামূলক অবসর দেয় সরকার। নাহিদুল ইসলাম বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা বলে জানা গেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত