সাবেক এমপি সারোয়ার জাহান ঢাকায় গ্রেপ্তার

আমার শহর ডেস্ক
Thumbnail image

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম সারোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টায় মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ‎ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত