ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান গ্রেপ্তার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২৪
Thumbnail image

অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। এ সময় তাঁর সাথে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার ভোর চারটার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে নারায়ণগঞ্জের আলোচিত সেলিম প্রধান ওরফে ডন সেলিমকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার চালাতেন। ভোর ৪টায় সিসা সরঞ্জাম ও সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন জানান, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। তাঁর মালিকানাধীন সিসা বার থেকেই ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। এরপর তাঁর বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয় বলে র‌্যাব জানায়।

তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় তাঁকে চার বছরের কারাদণ্ড দেন আদালত। পরে তিনি জামিনে কারামুক্তি লাভ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত