৫০লাখ টাকার অবৈধ মালামাল বিজিবির হাতে আটক

Thumbnail image

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকা থেকে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় অবৈধ মেহেদী, সিগারেট ও আতশবাজি আটক করেছে বিজিবি। সোমবার দুপুর ২টায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য জানান।

বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) দায়িত্বপূর্ণ  সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর সাড়ে পাঁচটায়

বিবির বাজার বিওপির কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত শুন্য লাইন হতে আট কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালুতুপা এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ১৫ হাজার ৮৫৬টি মেহেদী, ২২৫ প্যাকেট সিগারেট এবং এক লাখ ২৩ হাজার ৬৭৯টি বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় আতশবাজি আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫০লাখ ৪০ হাজার ৪৯৫ টাকা।

১০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান,আইনগত পক্রিয়া শেষে জব্দকৃত মালামাল  কাস্টমস এ জমা করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত