গাঁজাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লায় গাঁজাসহ চারজনকে গ্র্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২০ মার্চ) রাতে র‌্যাব-১১ এর একটি দল গোপন চাঁদপুর জেলার সদর উপজেলার শ্রীরামদী এলাকা থেকে তাদের গ্র্রেপ্তার করে।

গ্র্রেপ্তার হলেন, ঢাকার শ্যামপুর থানার হাফেজনগর গ্রামের হিরু মিয়ার ছেলে মো. এমরান হোসেন (৩৩), খুলনা জেলার সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা গ্রামের মৃত জয়নাল আবেদীন খানের ছেলে মো. আলী আকবর খান (৪২) ও একই গ্রামের মৃত গোলাম মোস্তফার মেয়ে মোছা. শাবানা বেগম (৩০) ও খুলনা জেলার রুপসা থানার জাবুসা গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে মো. আলামিন শেখ (২৮)। এ সময় আসামীদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্র্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে চাঁদপুর, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্র্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত