কুমেক হাসপাতালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। শনিবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও দুপুর দুইটায় কুমিল্লা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা হয়। কর্মসূচিতে সাংবাদিক, সুশীল সমাজ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হানসহ সিনিয়র সাংবাদিকরা।

বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় তারা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং সাংবাদিকদের হামলায় জড়িতদের গ্রেফতার দাবি করেন।

কুমেক হাসপাতালে এর আগে কয়েকবার ইন্টার্ন চিকিৎসকরা সাংবাদিকদের ওপর হামলা করেছে। কিন্তু হাসপাতাল প্রশাসন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। অবিলম্বে হামলায় জড়িতদের আইনের আওতায় আনাসহ হাসপাতালের পরিচালককে অপসারণের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

এ বিষয়ে কুমেক হাসপাতালের অধ্যক্ষ ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম বলেন, রাতে কারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তা সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ শনাক্ত করতে পারবে৷ কারণ ওই সময় মারা যাওয়া রোগী পক্ষেরও অনেক লোকজনও হাসপাতালে ছিলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা হামলার শিকার হয়ে থাকলে তারা আইনি পদক্ষেপ নিতে পারেন।

শুক্রবার রাতে ভুল চিকিৎসায় পারুল বেগম (৫২) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ ওঠে। এ সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন চারজন সাংবাদিক। একদল ইন্টার্ন চিকিৎসক এ হামলা করেছেন বলে অভিযোগ আহত সাংবাদিকদের। আহতরা হলেন- যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি রফিক ইসলাম খোকন চৌধুরী, ক্যামেরা পারসন সাকিব, চ্যানেল ২৪ এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান এবং ক্যামেরা পার্সন ইরফান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত