কুমিল্লায় বাস থেকে নামিয়ে মামলার আসামীকে অপহরণের অভিযোগ

লালমাই প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার লালমাই বাজারে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে সাব্বির হোসেন (১৯) নামের এক যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে। তিনি বাবার সাথে কুমিল্লার আদালতে একটি মামলায় বিবাদী হিসেবে হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন।

রবিবার (২ মার্চ) দুপুর সোয়া ১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই দক্ষিণ বাজারে শাহ আলী সুপার বাসে অপহরণের এই ঘটনা ঘটে।

অপহৃত সাব্বির হোসেন লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানোড়া গ্রামের জহিরুল ইসলামের বড় ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

অপহৃতের বাবা জহিরুল ইসলাম বলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই পাহাড় এলাকার বড় ধর্মপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে সুমন মিয়ার সাথে কুমিল্লার আদালতে আমাদের একটি জিআর মামলা বিচারাধীন রয়েছে। আমি ও আমার ছেলে সাব্বির হোসেনসহ কয়েকজন সেই মামলায় হাজিরা দিয়ে শাহ আলী সুপার পরিবহনের একটি বাসে বাড়িতে যাচ্ছিলাম। রবিবার দুপুর সোয়া ১ টায় বাসটি লালমাই বাজারে পৌঁছলে সুমনের নেতৃত্বে কয়েকজন আমাকে ও আমার ছেলে সাব্বির হোসেনকে বাস থেকে নামিয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে একটি সিএনজি অটোরিকশায় উঠিয়ে হামলাকারীরা আমার ছেলেকে অপহরণ করে লালমাই পাহাড়ের অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী পলাশ বলেন, আমিও সেই বাসের যাত্রী ছিলাম। যাত্রীদের সামনেই সাব্বিরকে বাস থেকে নামিয়ে মারধর করতে করতে তারা সিএনজি অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। যতটুকু বুঝেছি সাব্বিরকে বহনকারী অটোরিকশাটি লালমাই সরকারি কলেজ রোড হয়ে পাহাড়ের দিকে গেছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এটি অপহরণের ঘটনা নয়। তাদের মধ্যে পূর্ব থেকে বিরোধ ও মামলা চলমান রয়েছে। তবে নিখোঁজ যুবকের মা সাজেদা আক্তার বাদী হয়ে রবিবার বাদ মাগরিব থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত