আবদুল্লাহ আল মারুফ
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে (২৫) বাড়ি থেকে ধরে নিয়ে গুলিতে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনকে আসামি করে কুমিল্লার আদালতে এই মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমানের আদালতে নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন মামলাটি দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি উত্তম কুমার ছাড়া বাকী আসামিরা হলেন, তৎকালীন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ, উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার, উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শাহ কামাল, মো. শহিদ, কনস্টেবল মু. নূর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন কুমিল্লা জেলা পুলিশের এস.এ.এফ শাখার সদস্য মু.শরিফুল ইসলাম, মো. মোতাহের হোসেন ও আনসার সদস্য মুরাদ হোসেন।
মামলা সূত্র জানায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরার তার বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরদিন ৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার সামুকশার এলাকায় তাকে গুলি করে হত্যার পর সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পিতা মাওলানা জয়নাল আবেদীন মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। এ ছাড়াও মামলার এজাহারে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রেলমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রামের পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তীকে অভিযুক্ত করেন।
বাদী পক্ষের আইনজীবী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম বলেন, তৎকালীন ছাত্রশিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে আইশৃঙ্খলাবাহিনীর হেফাজতে রেখে বিচার বহির্ভূত ভাবে হত্যার হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার পিতার জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দায়ের করলে বিচারক মো. মাহাবুবুর রহমান মামলাটি গ্রহণ করেন। বুধবার (২৩ এপ্রিল) আদেশের দিন ধার্য করেন।
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে (২৫) বাড়ি থেকে ধরে নিয়ে গুলিতে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনকে আসামি করে কুমিল্লার আদালতে এই মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমানের আদালতে নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন মামলাটি দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি উত্তম কুমার ছাড়া বাকী আসামিরা হলেন, তৎকালীন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ, উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার, উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শাহ কামাল, মো. শহিদ, কনস্টেবল মু. নূর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন কুমিল্লা জেলা পুলিশের এস.এ.এফ শাখার সদস্য মু.শরিফুল ইসলাম, মো. মোতাহের হোসেন ও আনসার সদস্য মুরাদ হোসেন।
মামলা সূত্র জানায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরার তার বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরদিন ৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার সামুকশার এলাকায় তাকে গুলি করে হত্যার পর সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পিতা মাওলানা জয়নাল আবেদীন মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। এ ছাড়াও মামলার এজাহারে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রেলমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রামের পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তীকে অভিযুক্ত করেন।
বাদী পক্ষের আইনজীবী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম বলেন, তৎকালীন ছাত্রশিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে আইশৃঙ্খলাবাহিনীর হেফাজতে রেখে বিচার বহির্ভূত ভাবে হত্যার হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার পিতার জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দায়ের করলে বিচারক মো. মাহাবুবুর রহমান মামলাটি গ্রহণ করেন। বুধবার (২৩ এপ্রিল) আদেশের দিন ধার্য করেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ বা জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।
৪ দিন আগেগুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।
৬ দিন আগেজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগ অনুসন্ধানে টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ দিন আগে