কুমিল্লায় প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

লালমাই প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার লালমাইয়ে চিপস কিনে দিয়ে একজন বাক প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীর (৩৫) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে। ভুক্তভোগী তরুণীকে মেডিক্যাল চেকআপের জন্য শনিবার (৮ মার্চ) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।  

উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাহাঙ্গীর উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত আরব আলীর ছেলে।

প্রতিবন্ধীর স্বজনরা জানান, সে শারীরিক ও বাক প্রতিবন্ধী। প্রতিদিন সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটাহাঁটি করে।বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হলে জাহাঙ্গীর তাকে সড়কের পাশে থাকা একটি দোকান থেকে চিপস কিনে দেন। এক পর্যায়ে কৌশলে তাকে পাশের নির্মাণাধীন একটি ভবনের শ্রমিকদের রুমে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে স্বজনরা দেখেন শ্রমিকদের রুমে জাহাঙ্গীর ও রজ্জব আলীর ছেলে বাহার মিয়া (৫০) তাকে ধর্ষণ করছেন। এ অবস্থাতেই তারা দুইজন পালিয়ে যান।

এবিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দুজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এক নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী তরুণীকে মেডিক্যাল চেকআপের জন্য শনিবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত