আমার শহর ডেস্ক
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঢাকায় একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট, তিনটি গাড়ি ক্রোক এবং তার নামে থাকা ৭০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে মোট জমা রয়েছে প্রায় ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা।
আজ রোববার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আদালতে এসব সম্পদ ক্রোক ও হিসাব ফ্রিজ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, নসরুল হামিদের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা রয়েছে, যা সুষ্ঠু তদন্তে অন্তরায় হতে পারে।
এছাড়াও, তার নামে থাকা তিনটি গাড়িও ক্রোকের আওতায় আনা হয়েছে। মামলার আবেদনে এসব সম্পদের প্রকৃত উৎস ও উপার্জনের বৈধতা সম্পর্কে অনুসন্ধানের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঢাকায় একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট, তিনটি গাড়ি ক্রোক এবং তার নামে থাকা ৭০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে মোট জমা রয়েছে প্রায় ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা।
আজ রোববার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আদালতে এসব সম্পদ ক্রোক ও হিসাব ফ্রিজ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, নসরুল হামিদের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা রয়েছে, যা সুষ্ঠু তদন্তে অন্তরায় হতে পারে।
এছাড়াও, তার নামে থাকা তিনটি গাড়িও ক্রোকের আওতায় আনা হয়েছে। মামলার আবেদনে এসব সম্পদের প্রকৃত উৎস ও উপার্জনের বৈধতা সম্পর্কে অনুসন্ধানের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
এদিন হারুনের এসব সম্পদ জব্দের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন।
১২ দিন আগে