কুমিল্লায় আন্দোলনে হামলাকারী ও কিশোর গ্যাংয়ের পক্ষে কোন আইনজীবীকে না দাঁড়ানোর নিদের্শ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৩: ১৩
Thumbnail image

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও কিশোর গ্যাংয়ের পক্ষে কোন আইনজীবীকে না দাঁড়ানোর নিদের্শ দিয়েছে কুমিল্লা জেলা জিপি ও পিপি। সোমবার (২৮ এপ্রিল) জেলার সরকারি কৌশুলি জিপি মো. তারেক আবদুল্লাহ ও পিপি মো. কাইমুল হক রিংকু সাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

এতে লেখা হয়, এতদ্বারা কুমিল্লা জেলার সকল সরকারি আইন কর্মকর্তা ও সরকারি কৌশুলীগণকে জানানো যাইতেছে যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাংয়ের কোন মামলা পরিচালনা না করার জন্য আপনাদিগকে বিশেষভাবে অনুরোধ সহকারে নির্দেশ প্রদান করা গেল।

তবে এই নির্দেশনার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আহবায়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, নির্দেশনাটি অস্পষ্ট। কেননা সেখানে লেখা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাংয়ের কোন মামলা পরিচালনা না করার জন্য। আসামি পক্ষের নাকি বাদি পক্ষের তা স্পষ্ট লেখা হয়নি। আশাকরি, দায়িত্বশীল ব্যক্তিরা এটির সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আরেকটি বা নতুন একটি নোটিশ প্রদান করবেন।

কুমিল্লা জেলা পিপি মো. কাইমুল হক রিংকু বলেন, আন্দোলনের মাধ্যমে দেশে স্বৈরাচারের পতন হয়েছে। এখনও বহু মানুষ হাসপাতালে পঙ্গু হয়ে ঘুরছে। আমি শুনেছি আমাদেরই অনেক আইনজীবী আন্দোলনের ঘটনায় হওয়া মামলার আসামিদের পক্ষে আদালতে দাঁড়াচ্ছেন। তাদের মৌখিকভাবেও বলেছি। এখন তারা তাদের আত্মীয় স্বজন বলে আসামিদের পক্ষে দাঁড়াচ্ছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত