মিটফোর্ডে প্রকাশ্যে হত্যা, দুই আসামির রিমান্ড মঞ্জুর

আমার শহর ডেস্ক
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৭: ২০
Thumbnail image

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় সোহাগ (৪৩) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় হওয়া পৃথক দুই মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে গ্রেফতার মাহমুদুল হাসান মহিনের পাঁচদিন ও তারেক রহমান রবিনের দুদিন রিমান্ড মঞ্জুর করেছেন।

শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। আদালতে কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তানভীর এ তথ্য জানান।

এসআই তানভীর বলেন, ভাঙারি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। এরমধ্যে একটি হত্যা, অপরটি অস্ত্র মামলা।হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিনকে পাঁচদিন এবং তারেক রহমান রবিনকে অস্ত্র মামলায় দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে আটক করে। পরে কোতোয়ালি থানায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের হয়।

নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত