কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত আলী রেজওয়ান ও জসিমের পদাবনতি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

চাকরিবিধি লঙঘনের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার কে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক করা হয়েছে। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি করা হয়।

এছাড়া ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসা. শাহীনূর বেগমকে ভুতাপেক্ষা সহযোগী অধ্যাপক করা হয়েছে। আগে সহযোগী অধ্যাপক হওয়া ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ড.কাজী ওমর সিদ্দিকী ও ড. মো. সাহেদুর রহমান একই বিভাগের শাহীনূরের পরে জ্যেষ্ঠতার ভিত্তিতে থাকবেন। একই প্রক্রিয়ায় থাকা পাঁচজনের মধ্যে কেবল শাহীনূর ভুতাপেক্ষা সহযোগী অধ্যাপক হলেন।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে ওই সভা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের পদোন্নতি যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে করার জন্য সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সিন্ডিকেটের মাইনরস লেখার আগে কোন কিছু বলতে পারছি না। তবে পদোন্নতির জন্য যে নয়জন শিক্ষক আবেদন করেছেন, তাঁদের বোর্ড রাষ্ট্রপতি অনুমোদন করার পরপরই হবে। সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া অন্যান্য বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত