গাজীউল হক সোহাগ
সারাদিনের তপ্ত গরম আর রাজনৈতিক ডামাডোলে কুমিল্লা নগর উত্তপ্ত ছিল। সন্ধ্যার পর দ্য এলিট প্যালেসের শীতাতপ নিয়ন্ত্রিত হলে । দর্শকদের দুদণ্ড আনন্দ দিয়েছে কুমিল্লার চিরচেনা গানের মুখ শিল্পী আলো সাহা আলপনা।
গতকাল রিলিজ হলো । সংগীত শিল্পী আলপনার নতুন গান 'মন তবু তোমাকে চায়' এর মিউজিক । ভিডিও। কক্সবাজারের সমুদ্র সৈকতের নীল জল আর হিমছড়ির পাহাড়ে ওই গানের শুটিং হয়। গানের গীতিকার এস দাস, সুরকার এস দাস ও রাজেশ মজুমদার ও কম্পোজ করেছেন ভারতের প্রতীক প্রধান। অডিও স্টুডিও দ্য সাউন্ড স্টুডিও ইন্ডিয়া। আলপনা তাঁর অসাধারণ গায়কী ঢংয়ে গাইলেন 'মন তবু তোমাকে চায়'। প্রদীপ প্রজ্জ্বলন, অঞ্জলি লহ মোর গানের সঙ্গে নাচ করেন অহনা দেবনাথ ও সহশিল্পীবৃন্দ।
এরপর নতুন গানের শুভ কামনা । জানিয়ে ভিডিও বার্তায় কথা বলেন জনপ্রিয় সংগীত শিল্পী তপন চৌধুরী ও আসিফ আকবর। কলকাতা থেকে আলপনার বড় বোনের মেয়ে ঐশিকা মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা কথা বলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সংগীতের শিক্ষক মিতা পাল, শিল্পী কুমিল্লা ক্লাবের অনামিকা দেব, সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, ফরিদ গ্রুপের পরিচালক দেলোয়ার হোসেন মানিক, হালিমা গ্রুপের
ব্যবস্থাপনা পরিচালক এ কে হাসান টগর, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ, মিউজিক ভিডিও ডিরেক্টর সাফায়েত বাঁধন ও কো ডিরেক্টও নূর জাহান ইসলাম, ৯২ ব্যাচের শিক্ষার্থী নাসির উদ্দিন, দুলাল রায় চৌধুরী, খোরশেদ আলম, মানসী সাধু, সঞ্জিত দে প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিকার ও উপস্থাপক সুলতানা পারভীন দিপালী।
আলপনা বলেন, আমার মেজো কাকা । মনোরঞ্জন দাস আমাকে গানের দিকে অনুপ্রাণিত করেন। তিন আমার সংগীত গুরু। এই গানের জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর গানটি রিলিজ হলো।
শিল্পী মিতা পাল বলেন, আলপনা আমার ছাত্রী। অষ্টম শ্রেণিতে সে আমার কাছে গান করতে আসে। ওর গায়কী ঢং ভালো।
আলো সাহা আলপনা লংকা বাংলাতে চাকরি করেন। ওই প্রতিষ্ঠানের দুইজন সহকর্মী বক্তব্য রাখেন। তাঁরা আলপনার গানের ভূয়সী প্রশংসা করেন। গানের মোড়ক উন্মোচনের পর আলপনার গানের সঙ্গে নাচেন ডান্স মিলিসিয়া দল। এই পর্বে আলপনাও অংশ নেন।
পরে কেক কাটা, সংগীতের আসর ও নৈশ ভোজের আয়োজন করা হয়। এই গানের জন্য পৃষ্ঠপোষকতা করেছে ফরিদ গ্রুপ, হালিমা টেলিকম, গ্যালারি ২১, উপশমসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
সারাদিনের তপ্ত গরম আর রাজনৈতিক ডামাডোলে কুমিল্লা নগর উত্তপ্ত ছিল। সন্ধ্যার পর দ্য এলিট প্যালেসের শীতাতপ নিয়ন্ত্রিত হলে । দর্শকদের দুদণ্ড আনন্দ দিয়েছে কুমিল্লার চিরচেনা গানের মুখ শিল্পী আলো সাহা আলপনা।
গতকাল রিলিজ হলো । সংগীত শিল্পী আলপনার নতুন গান 'মন তবু তোমাকে চায়' এর মিউজিক । ভিডিও। কক্সবাজারের সমুদ্র সৈকতের নীল জল আর হিমছড়ির পাহাড়ে ওই গানের শুটিং হয়। গানের গীতিকার এস দাস, সুরকার এস দাস ও রাজেশ মজুমদার ও কম্পোজ করেছেন ভারতের প্রতীক প্রধান। অডিও স্টুডিও দ্য সাউন্ড স্টুডিও ইন্ডিয়া। আলপনা তাঁর অসাধারণ গায়কী ঢংয়ে গাইলেন 'মন তবু তোমাকে চায়'। প্রদীপ প্রজ্জ্বলন, অঞ্জলি লহ মোর গানের সঙ্গে নাচ করেন অহনা দেবনাথ ও সহশিল্পীবৃন্দ।
এরপর নতুন গানের শুভ কামনা । জানিয়ে ভিডিও বার্তায় কথা বলেন জনপ্রিয় সংগীত শিল্পী তপন চৌধুরী ও আসিফ আকবর। কলকাতা থেকে আলপনার বড় বোনের মেয়ে ঐশিকা মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা কথা বলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সংগীতের শিক্ষক মিতা পাল, শিল্পী কুমিল্লা ক্লাবের অনামিকা দেব, সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, ফরিদ গ্রুপের পরিচালক দেলোয়ার হোসেন মানিক, হালিমা গ্রুপের
ব্যবস্থাপনা পরিচালক এ কে হাসান টগর, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ, মিউজিক ভিডিও ডিরেক্টর সাফায়েত বাঁধন ও কো ডিরেক্টও নূর জাহান ইসলাম, ৯২ ব্যাচের শিক্ষার্থী নাসির উদ্দিন, দুলাল রায় চৌধুরী, খোরশেদ আলম, মানসী সাধু, সঞ্জিত দে প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিকার ও উপস্থাপক সুলতানা পারভীন দিপালী।
আলপনা বলেন, আমার মেজো কাকা । মনোরঞ্জন দাস আমাকে গানের দিকে অনুপ্রাণিত করেন। তিন আমার সংগীত গুরু। এই গানের জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর গানটি রিলিজ হলো।
শিল্পী মিতা পাল বলেন, আলপনা আমার ছাত্রী। অষ্টম শ্রেণিতে সে আমার কাছে গান করতে আসে। ওর গায়কী ঢং ভালো।
আলো সাহা আলপনা লংকা বাংলাতে চাকরি করেন। ওই প্রতিষ্ঠানের দুইজন সহকর্মী বক্তব্য রাখেন। তাঁরা আলপনার গানের ভূয়সী প্রশংসা করেন। গানের মোড়ক উন্মোচনের পর আলপনার গানের সঙ্গে নাচেন ডান্স মিলিসিয়া দল। এই পর্বে আলপনাও অংশ নেন।
পরে কেক কাটা, সংগীতের আসর ও নৈশ ভোজের আয়োজন করা হয়। এই গানের জন্য পৃষ্ঠপোষকতা করেছে ফরিদ গ্রুপ, হালিমা টেলিকম, গ্যালারি ২১, উপশমসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা গ্রহণের পর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগেদেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
১১ সেপ্টেম্বর ২০২৫