১৬ বছর পর আমন্ত্রণ ফেরানোর পর এবার বিটিভিতে গেলেন আসিফ

Thumbnail image

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে ১৬ বছর কালো তালিকায় ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। সরকারের পালাবদলের পর নতুন করে সরকারি এই দুই সম্প্রচার মাধ্যম থেকে আমন্ত্রণ পান। তবে এই আমন্ত্রণ গায়ক বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেওয়ার কথা গত বছরের সেপ্টেম্বরে জানিয়েছিলেন।

তবে এর এক বছর পর এবার বিটিভিতে গেলেন বাংলা গানের এই যুবরাজ। তবে গাইতে নয়, তিনি গিয়েছিলেন শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’তে।

বিষয়টি জানিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছেন আরেক গায়ক সোহেল মেহেদী। কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, দীর্ঘ সময় পরে গতকাল রোববার আসিফ ভাই গেলেন বিটিভি’তে।সেই যে ‘ও প্রিয়া তুমি কোথায়’ থেকে শুরু করে বহু জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয় এই বিটিভি’তেই। সেই সময় আমরা ক্যান্টিনে আড্ডা দিয়েছি দিনের পর দিন।সেই ক্যান্টিন নেই আগের জায়গায়। কত পরিবর্তন হয়েছে এগুলো দেখেননি আসিফ ভাই।

আসিফ আকবরবে বিটিভিতে গান করতে দেওয়া হয়নি- বিষয় নিজের পোস্টেও জানিয়েছেন সোহেল মেহেদী। তিনি লেখেন, আসিফ ভাইকে এই যে দেড় যুগের ও অধিক সময় বিটিভিতে গান গাইতে দেওয়া হয় নাই। আমাকেও ওরা গাইতে দেয় নাই। পট পরিবর্তনের পর আমি বেশ কিছু অনুষ্ঠানে গান গেয়েছি। কিন্তু আসিফ ভাই গেলেন গতকাল রোববার প্রথম।

এই যাওয়ার পেছনের কারণ জানিয়ে তিনি আরও লেখেন, যদি নতুন কুঁড়ি না হতো। বিটিভির জিএমের আন্তরিক আহ্বান উনি উপেক্ষা করতে পারেননি। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে সবারই ভালো লাগে। আমি শুরু থেকেই ছিলাম নতুন কুঁড়ির সঙ্গে। আসিফ ভাই বিটিভিতে যাবেন আর আমি যাব না, এ তো হতেই পারে না। আসিফ ভাইকে পেয়ে বাচ্চারা, অভিভাবকরা, বিটিভির স্টাফরা যেন প্রাণ ফিরে পেয়েছিলেন। উনাকে পেয়ে সবাই ভীষণ খুশি। আর এই উচ্ছ্বাসের সাক্ষী হওয়ার জন্য আমিও গিয়েছিলাম।

‘নতুন কুঁড়ি’-তে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সবগুলো রাউন্ড শেষ করে পৌঁছে গেছে ফাইনাল পর্বে। গেল ১ নভেম্বর থেকে শুরু হয়েছে ফাইনাল পর্ব, চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এর একটি পর্বে দেখা যাবে আসিফ আকবরকে। গীতিকার ইথুন বাবু, কিংবদন্তি সংগীতশিল্পী খুরশিদ আলম, হাসান চৌধুরী, শ্রাবনী রুমানা, আনিসুর রহমান তনু ছিলেন এই পর্বের বিচারক। আর সেখানে বিশেষ অতিথি ছিলেন আসিফ আকবর।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত