বাংলাদেশের আসছেন আতিফ আসলাম

আমার শহর বিনোদন ডেস্ক
Thumbnail image

আবারও বাংলাদেশের মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর ঢাকার কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। মেইন স্টেজের ফেসবুক পেজ থেকে জানা যায়, এই কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। জমকালো এই ওপেন এয়ার কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা মাঠে। কনসার্টের দিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে।

কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সুরের এই মহাযজ্ঞের অগ্রিম টিকিট বিক্রি খুব শিগগিরই শুরু হবে বলেও জানিয়েছে মেইন স্টেজ। এর আগে গেল বছর ২৯ নভেম্বর ঢাকা এসেছিলেন আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের সেই কনসার্টে তিনি মঞ্চ মাতিয়েছিলেন তার জনপ্রিয় গান- ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, এবং ‘তু জানে না’ পরিবেশন করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত