‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে মুখ খুললেন ফারুকী

আমার শহর বিনোদন ডেস্ক
Thumbnail image

শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ২০২৩ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। ৫ আগস্টের পর সিনেমাটিতে তার অভিনয় করা নিয়ে নানা বিতর্ক উঠে। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রীর স্বামী ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এক প্রশ্ন জবাবে বলেন, প্রত্যেকে তার প্রফেশন লাইফের ব্যাপারে স্বাধীন। আপনি কী এমন মনে করেন, আমরা এমন সমাজে বাস করছি যেখানে; আমার স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে? অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার স্ত্রীর অনুমতি নেব। আমি এমনটা মনে করি না।

উপদেষ্টা যোগ করেন, অভিনয় তার (তিশা) প্রফেশন। সে তার সিদ্ধান্ত নিয়েছে; উনি (তিশা) উত্তর দিতে পারবেন কোন পরিস্থিতিতে, কেন তাকে মুজিব সিনেমা করতে হয়েছে। অভিনয় তার প্রফেশন, এখানে আমার ভুল করার কী আছে আমি বুঝতে পারিনি।

প্রসঙ্গত, মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত  সিনেমাটি পরিচালনা করেছিলেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল।  

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত