আমার শহর ডেস্ক
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে বিটিভিতে আবার শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা। এর মাধ্যমে শিশু-কিশোররা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
গতকাল রোববার ঢাকার রামপুরায় বিটিভি ভবনে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নতুন কুঁড়ির প্রেক্ষাপট তুলে ধরে উপদেষ্টা বলেন, জিয়াউর রহমানের শাসনামলে বিটিভিতে নতুন কুঁড়ি প্রতিযোগিতা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার রাজনৈতিক কারণে এটি বন্ধ করে দেন। রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে নতুন কুঁড়ি আয়োজন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পী, গায়ক ও সংস্কৃতিকর্মী তৈরি হবে, যারা জাতি গঠনে ভূমিকা রাখবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য এই নতুন কুঁড়ি প্রতিযোগিতা।
নতুন কুঁড়ি প্রতিযোগিতার ধরন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিযোগিতায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। আগে যেভাবে হয়েছে, এবারও সেই আদলে হবে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে। কেউ পক্ষপাতিত্ব করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে সাংস্কৃতিক কাঠামো এক দিকে হেলে পড়েছিল এবং পুরো সরকারি ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের প্যাট্রন-ক্লায়েন্ট (পোষক-পোষ্য) সম্পর্ক তৈরি করা হয়েছিল।
উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, শিশু-কিশোররা নিজেদের প্রতিভা বিকশিত করার জন্য নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশ নেবে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে দেশ ও দেশের মানুষকে প্রতিনিধিত্ব করবে। তিনি এ প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বক্তব্য প্রদান শেষে উপদেষ্টা শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে কেক কাটেন এবং নতুন কুঁড়ি প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে উপদেষ্টা বিটিভি ভবন প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার) ড. মো. আলতাফ-উল-আলম, যুগ্ম সচিব উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক (অনুষ্ঠান) মো. ফখরুল আলম, উপমহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহামেদ, বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজমসহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১-এর নিম্নে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশ নিতে পারবে। নতুন কুঁড়ির ফাইনাল প্রতিযোগিতা ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে হবে বলে জানা গেছে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে বিটিভিতে আবার শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা। এর মাধ্যমে শিশু-কিশোররা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
গতকাল রোববার ঢাকার রামপুরায় বিটিভি ভবনে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নতুন কুঁড়ির প্রেক্ষাপট তুলে ধরে উপদেষ্টা বলেন, জিয়াউর রহমানের শাসনামলে বিটিভিতে নতুন কুঁড়ি প্রতিযোগিতা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার রাজনৈতিক কারণে এটি বন্ধ করে দেন। রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে নতুন কুঁড়ি আয়োজন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পী, গায়ক ও সংস্কৃতিকর্মী তৈরি হবে, যারা জাতি গঠনে ভূমিকা রাখবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য এই নতুন কুঁড়ি প্রতিযোগিতা।
নতুন কুঁড়ি প্রতিযোগিতার ধরন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিযোগিতায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। আগে যেভাবে হয়েছে, এবারও সেই আদলে হবে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে। কেউ পক্ষপাতিত্ব করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে সাংস্কৃতিক কাঠামো এক দিকে হেলে পড়েছিল এবং পুরো সরকারি ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের প্যাট্রন-ক্লায়েন্ট (পোষক-পোষ্য) সম্পর্ক তৈরি করা হয়েছিল।
উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, শিশু-কিশোররা নিজেদের প্রতিভা বিকশিত করার জন্য নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশ নেবে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে দেশ ও দেশের মানুষকে প্রতিনিধিত্ব করবে। তিনি এ প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বক্তব্য প্রদান শেষে উপদেষ্টা শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে কেক কাটেন এবং নতুন কুঁড়ি প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে উপদেষ্টা বিটিভি ভবন প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার) ড. মো. আলতাফ-উল-আলম, যুগ্ম সচিব উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক (অনুষ্ঠান) মো. ফখরুল আলম, উপমহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহামেদ, বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজমসহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১-এর নিম্নে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশ নিতে পারবে। নতুন কুঁড়ির ফাইনাল প্রতিযোগিতা ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে হবে বলে জানা গেছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুবায়ের হাসান ইউসুফ নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার।
১১ আগস্ট ২০২৫