জন্মদিনে মুগ্ধতা ছড়ালেন মিম

আমার শহর বিনোদন ডেস্ক
Thumbnail image

ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন ছিলো গতকাল সোমবার। প্রতিবারই বিশেষ এই দিনটি পরিবারের সাথেই উদযাপন করে থাকেন নায়িকা। এর আগের দিন নিজেকে ভিন্ন রূপে, ভিন্ন আবহ ধরা দিলেন মিম। চিরচেনা অভিনয় ও মডেলিংয়ের বাইরেও দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন নায়িকা। জন্মদিনের এমন আবহের মাঝেও থেমে নেই তার ঘোরাঘুরি। গত রোববার কিছু ছবি প্রকাশ করেন মিম। সেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে এক দুর্দান্ত সময় কাটছে তার। যদিও ছবিগুলো তার আগের দিনে তোলা বলে উল্লেখ করেছেন নায়িকা; জন্মদিনের দুদিন আগে কক্সবাজার ভ্রমণে ছিলেন নায়িকা। ফেসবুকে পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায়, গোলাপি পোশাকে সমুদ্র, রোদ আর আকাশের মিশেলে এক অনন্য সৌন্দর্যে ধরা দিয়েছেন মিম। এ সময় সৈকতের হাওয়া আর সূর্যাস্তের আভায় তার নির্মল হাসি যেন সুখ ও শান্তির গল্প তুলে আনে। ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর মিম চলচ্চিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেন। এরপর দেড় যুগে ব্যস্ততা বেড়েছে চলচ্চিত্র, টিভি নাটক ও মডেলিংয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বর্তমানে সংসার জীবনও সামলাচ্ছেন। কর্মক্ষেত্রে তাকে নিয়ে কখনো কোনো অভিযোগ শোনা যায়নি, কারণ তিনি আদ্যোপান্ত কাজপ্রেমী একজন নায়িকা। কিছুদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত থাকলেও মডেলিং ও ভ্রমণের পাশাপাশি রিমার্ক-হারল্যান এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এই নায়িকা। তবে মিমের সর্বশেষ আলোচিত ও সফল কাজ ছিল রায়হান রাফির ‘পরাণ’।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত