বাবা হয়েছেন জেমস, জানালেন নতুন বিয়ের খবর

আমার শহর বিনোদন ডেস্ক
Thumbnail image

বাংলা রক মিউজিকের কিংবদন্তি, ‘নগর বাউল’ খ্যাত মাহফুজ আনাম জেমস তার ভক্ত-অনুরাগীদের জন্য এক বড়সড় চমক নিয়ে এলেন। তিনি আবারও বাবা হয়েছেন এবং একই সঙ্গে প্রকাশ্যে এনেছেন তার তৃতীয় বিয়ের খবর। গত বছরই তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেছিলেন। আর চলতি বছরের জুন মাসেই এই দম্পতির কোল আলো করে এসেছে এক পুত্রসন্তান।

এই ঘটনাটি জেমসের ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করল, যা তার অগণিত ভক্তের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। জানা গেছে, জেমস-নামিয়া দম্পতির এই সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম।ব্যক্তিগত জীবনকে বরাবরই প্রচারের আলো থেকে দূরে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই রকস্টার। তার দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে তাও প্রায় এক দশক আগে। এরপর দীর্ঘ সময় ধরে তিনি কেবল তার সঙ্গীত আর ‘নগর বাউল’ ব্যান্ড নিয়েই ব্যস্ত ছিলেন।

তবে এই নীরবতার মধ্যেই তার জীবনে আসে নামিয়া আমিন। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে জেমসের প্রথম পরিচয় হয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরবর্তীকালে তা প্রেমে গড়ায়। নামিয়ার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। তিনি সেখানের স্বনামধন্য জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। পরিচয়ের ঠিক এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন, জেমস ও নামিয়া ঢাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এই বিয়ের খবরটি এতদিন লোকচক্ষুর আড়ালেই ছিল।বিয়ের এক বছরের মাথায়, ২০২৫ সালের ৮ জুন, এই তারকা দম্পতির জীবনে আসে বহু কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জিবরান আনামের জন্ম হয়। পরিবারের সূত্রে জানা গেছে, সন্তান জন্মের সময় জেমসসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালেই উপস্থিত ছিলেন। মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন।

সন্তান জন্মের পর প্রায় এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সম্প্রতি জেমস তার স্ত্রী নামিয়া এবং নবজাতক পুত্র জিবরানকে নিয়ে দেশে ফিরেছেন। এই সুসংবাদটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জেমসকে শুভকামনা জানানোর ঢল নামে।পুনরায় বাবা হওয়ার এই অনাবিল আনন্দ নিয়ে মাহফুজ আনাম জেমস তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এই অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না, আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না।

তবে এতটুকু বলব, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, তিনি আমাকে সুস্থ-সবল সন্তান দান করেছেন।’ তিনি তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে স্ত্রী ও সন্তানের জন্য দোয়া চেয়েছেন। জেমস বলেন, ‘সবাই আমার স্ত্রী ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’এটি মাহফুজ আনাম জেমসের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৯১ সালে তিনি প্রথম বিয়ে করেছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রথিকে। সেই সংসারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে।

২০০৩ সালে রথির সঙ্গে জেমসের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০০ সালেই বেনজীর সাজ্জাদের সঙ্গে জেমসের পরিচয় হয় এবং তারা আমেরিকায় গিয়ে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয় ২০১৪ সালে। সেই সংসারেও জেমসের একটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ এক দশক একাকী থাকার পর নামিয়া আমিনের সঙ্গে জেমসের এই নতুন সংসার এবং জিবরানের জন্ম তার জীবনে নিঃসন্দেহে এক নতুন মাত্রা যোগ করল। সঙ্গীতের গুরু হিসেবে পরিচিত জেমসের এই ব্যক্তিগত সুখবর তার ভক্তদের মাঝেও উৎসবের আমেজ নিয়ে এসেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত