হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন নায়িকা অপু বিশ্বাস

আমার শহর বিনোদন ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০: ২৩
Thumbnail image

ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের সময়কার হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপুবিশ্বাস।

আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতেরম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জামিনের আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপুবিশ্বাস। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। অপু বিশ্বাসের আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অপুবিশ্বাসের জামিন মঞ্জুর করেন।

এই মামলায় এর আগে গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপুবিশ্বাস। এখন তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন।

চলতি মার্চ মাসে ঢাকার আদালতে শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন গত ১৯ জুলাই।

আদালতের নির্দেশে পরবর্তী সময়ে রাজধানীর ভাটারা থানা-পুলিশ তার এজাহার হিসেবে লিপিবদ্ধ করার কথা জানায়।

ভাটারা থানা-পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল যে মামলায় ১৭ জন অভিনয় শিল্পীর নাম রয়েছে। তাঁদের মধ্যে আছেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খানপ্রমুখ। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে এই আসামিরা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত