দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

আমার শহর ডেস্ক
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ১২
Thumbnail image

দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

ফরিদা পারভীন বর্তমানে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছেন।

আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘ফরিদা পারভীনের অবস্থা ক্রিটিক‍্যাল। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

জানা গেছে, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত সেপ্টেম্বরের ২ তারিখে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৭ সালে একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী লালনসংগীতে অসামান্য অবদান রেখেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত