আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Thumbnail image

দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে এই দুই দল। আজ রোববার আসন্ন এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বশেষ খেলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি।

স্কোয়াডে নতুন করে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদ ও উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন অঙ্কন।

আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর। আর সিরিজের শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর হাসান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, সাইফউদ্দিন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত