বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠালো বিজয়

Thumbnail image

বিপিএল নিলাম থেকে নাম সরিয়ে নেওয়ায় বিসিবিকে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্রিকেটার এনামুল হক বিজয়। এদিকে মান ক্ষুণ্ণ করার অভিযোগ এনে এ ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিপিএলের গত আসরে রাজশাহীকে নেতৃত্ব দেওয়া বিজয়কে এবারের নিলামেই রাখা হয়নি। মূলত ফিক্সিংয়ে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার কারণেই এই ব্যবস্থা। তবে বিষয়টি মেনে নিতে নারাজ বিজয়। এর ধারাবাহিকতায় এবার পাঠালেন লিগ্যাল নোটিশ। এছাড়া আজ মঙ্গলবার তার আইনজীবী এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন বলেও জানিয়েছেন। বিজয় বলেন, ‘বিসিবিতে আমি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট ও উপদেষ্টা বরাবর। সেটার জন্যই আজ বিসিবিতে আসা। বিসিবি গ্রহণ করেছে। আমার আইনজীবীর নম্বর দেওয়া আছে, আপনাদের কোনো কথা থাকলে অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন। আশা করি কাল উনি একটা প্রেস ব্রিফিং দিবেন। যা বলার কাল আমার আইনজীবী বলবে। সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ।’ বিজয় ছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমানের মতো বেশ কয়েকজন ক্রিকেটারকে এবার নিলামে উঠতে দেওয়া হয়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত