আফগানিস্তানকে হারিয়ে লড়াইয়ে টিকে রইলো বাংলাদেশ

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

এশিয়া কাপ যেন এক থ্রিলার! আবুধাবির সবুজ গ্যালারিতে লাল-সবুজের পতাকা উড়লো বিজয়ের উল্লাসে। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ৮ রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

আর এই জয়ে এখনও সুপার ফোরের আশা টিকে রইলো টাইগারদের।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে লড়াই করলেও শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয় রশিদ খানের আফগানিস্তান।

ডু অর ডাই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। আগের একাদশ থেকে চারটি পরিবর্তন করে নামানো হয় সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদকে। বাদ পড়েন পারভেজ ইমন, শেখ মেহেদী, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।

ওপেনিংয়ে ঝড় তুলে শুরু করেন তানজিদ তামিম ও সাইফ হাসান। পাওয়ারপ্লেতে দলকে এনে দেন ৫৯ রানের দারুণ সংগ্রহ। সাইফ খেলেন দেখেশুনে, কিন্তু অন্যপ্রান্তে তানজিদ ছিলেন আগ্রাসী। তবে ভালো শুরুটা বড় স্কোরে রূপ দিতে পারেনি বাংলাদেশ। ইনিংস শেষে তারা ২০ ওভারে থামে ১৫৪ রানে।

জবাবে ব্যাট হাতে নামতেই ধাক্কা খায় আফগানিস্তান। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন সেদিকুল্লাহ আতাল। স্পিনার নাসুম আহমেদ শিকার তিনি। শুরু থেকেই চাপ তৈরি করেন টাইগার বোলাররা।

পাওয়ারপ্লেতে ম্যাচে আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি আফগানরা। শেষদিকে তাসকিন আহমেদের খরুচে ওভার কিছুটা শঙ্কা তৈরি করলেও ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪৬ রান।

বাংলাদেশের বোলাররা ছিলেন দুর্দান্ত। মোস্তাফিজ নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট মাত্র ২৮ রান খরচায়। স্পিনে আলো ছড়ানো নাসুম আহমেদ তুলে নেন ২ উইকেট মাত্র ১১ রানে, যার মধ্যে ছিল একটি মেডেন ওভার। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনও শিকার করেছেন ২টি করে উইকেট।

এই জয়ের ফলে সুপার ফোরে যাওয়ার দৌড়ে টিকে থাকলো বাংলাদেশ। তবে ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ওপর। সেই ম্যাচের ফলেই জানা যাবে লাল-সবুজরা এবারের এশিয়া কাপে পরবর্তী রাউন্ডে যেতে পারবে কি না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত