এক রানের জন্য সেঞ্চুরি হলো না মুশফিকের

Thumbnail image

সেঞ্চুরিটা হলো হলো করেও হলো না। পুরো বাংলাদেশকে মাত্র একটি রানের অপেক্ষায় রেখে দিলেন মুশফিকুর রহিম। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সেই এক রানের রোমাঞ্চ পূরণ করতে আবারও মাঠে নামবেন মুশফিক। যদি নার্ভাস নাইনটিজে ভুগতে না থাকেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল, তাহলে হয়তো মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ওভারেই শততম টেস্টে গৌরবময় সেঞ্চুরিটি করে ফেলবেন তিনি। তার আগে দিনের শেষ ওভারেও কাঙ্খিত সেঞ্চুরিটি পূরণ করতে পারলেন না মুশফিক। ৯৯ রানে থেকে গেলেন অপরাজিত। মুশফিকের সঙ্গে ৪৭ রানে অপরাজিত থাকলেন লিটন দাসও।

প্রথম দিন শেষে বাংলাদেশের রান ৪ উইকেট হারিয়ে ২৯২। মুশফিকুর রহিম মোট বল খেলেছেন ১৮৭টি। অপরাজিত ৯৯ রানে বাউন্ডারি মেরেছেন মাত্র ৫টি। তাকে সঙ্গে দেওয়া লিটন দাস ৮৬ বলে অপরাজিত ৪৭ রানে। দ্বিতীয় দিনের শুরুতে মুশফিকের সেঞ্চুরি ও লিটনের অর্ধশতকের অপেক্ষায় থাকবে ভক্তরা। টেস্ট ক্রিকেটে ১০০ কিংবা তার বেশি খেলা ক্রিকেটার ছিলেন ৮৩জন। মুশফিকুর রহিমকে নিয়ে হলো ৮৪জন। এর মধ্যে ১০জন মাত্র ব্যাটার নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন। আর মাত্র একটি রান করতে পারলে মুশফিকুর রহিমও প্রবেশ করবেন গৌরবময় সেই তালিকায়। তাকে নিয়ে সংখ্যাটা হবে এগারোতম। দিনের শুরুতে বিসিবি কর্তৃক শততম টেস্টের কৃতেত্ব অর্জন করা সংবর্ধিত করা হয় মুশফিকুর রহিমকে। মুশফিকের শততম টেস্টের দিনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৯৫ রানরে মাথায় ৩য় ব্যাটার হিসেবে নাজমুল হোসেন শান্ত আউট হলে চতুর্থ ব্যাটার হিসেবে মাঠে নামেন মুশফিক। এরপর ১০৭ রানের জুটি গড়েন মুমিনুল হকের সঙ্গে। সর্বশেস লিটন দাসকে নিয়ে অপরাজিত ৯০ রানের জুটি গড়ে মাঠে রয়েছেন তিনি।

তৃতীয় দিন কেবল ১ রান করলেই শততম টেস্টকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার পাশাপাশি ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি কবেন তিনি। গতকাল বুধবার সকালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে ৫২ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমান ও মাহমুদুল। সেই জুটি ভাঙেন অ্যান্ডি ম্যাকব্রাইন, সাদমানকে ব্যক্তিগত ৩৫ রানে বিদায় করে। মাহমুদুলকেও সাজঘরে ফেরান তিনি দলীয় ৮২ রানে। ৩৪ রান করেন তিনি। অধিনায়ক শান্ত মাত্র ৮ রান করে কাটা পড়েন ম্যাকব্রাইনেরই বলে। ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুশফিকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ার পর ৬৩ রান করা মুমিনুলকে ফিরিয়ে আবারও আঘাত হানেন ম্যাকব্রাইন। ২০২ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকরা দিনশেষে আর উইকেট হারায়নি। ৯০ রানের জুটি গড়ে দিন শেষ করেন মুশফিক ও লিটন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত