এখনই অবসর নয়, এখনো অনেক কিছু বাকি: মেসি

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

অনেকের চোখে তিনি সর্বকালের সেরা ফুটবলার। বিশ্বকাপজয়ী অধিনায়ক, রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির যেন পাওয়ার কিছুই বাকি নেই- এমনটা ভাবা স্বাভাবিক। কিন্তু আর্জেন্টাইন তারকা নিজেই বলছেন, তার করার এখনো অনেক কিছু বাকি।

মায়ামির এক ব্যবসায়িক সম্মেলনে বুধবার (৫ নভেম্বর) মেসি বলেন, একসময় নিশ্চয়ই আমার ফুটবলজীবনের অর্জনগুলো ফিরে দেখব। কিন্তু এখন সে সময় নয়। এখন আমার সময় খেলা উপভোগ করার।

ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন মেসি। তাই অন্তত তখন পর্যন্ত অবসরের কোনো পরিকল্পনা নেই তার। অনুষ্ঠানে মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ মেসির হাতে শহরের প্রতীকী ‘চাবি’ তুলে দেন। উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালি দেন ফুটবল মহাতারকাকে।

মেসি বলেন, এই শহরে প্রথম দিন থেকেই মানুষ আমাকে যেভাবে ভালোবেসেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আজকের এই সম্মান আমার কাছে ভোলার নয়।

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর অভিজ্ঞতা নিয়ে মেসি বলেন, একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতার আনন্দের সঙ্গে কিছুই তুলনা হয় না। এটি ফুটবলের সর্বোচ্চ অর্জন।

৩৮ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। চলতি মৌসুমে এমএলএস লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করেছেন মেসি। প্লে-অফে এখনো শিরোপার লড়াইয়ে আছেন তার দল ইন্টার মায়ামি।

তবে ফুটবলের পরের জীবনের দিকেও ধীরে ধীরে মন দিচ্ছেন মেসি। তিনি বলেন, একসময় সবকিছুই শেষ হয়। আমি নতুন কিছু শিখতে চাই, নতুন এক জগতে প্রবেশ করতে চাই। ফুটবলের বাইরের জীবনের জন্য নিজেকে প্রস্তুত করছি।

ইন্টার মায়ামি সেদিনই জানায়, তাদের নতুন স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ পর্যায়ে। মেসি বলেন, নতুন স্টেডিয়ামে খেলার অপেক্ষা আর সইছে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত