সোহানকে ছাড়াই দল ঘোষণা করলো বিসিবি

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছে বাংলাদেশ 'এ' দল। এই সিরিজ শেষে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চারদিনের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আজ রোববার এই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই দলে জায়গা হয়নি নুরুল হাসান সোহান-এনামুল হক বিজয়দের। নাঈম হাসান, মাহমুদুল হাসান জয় ও হাসান মাহমুদদের নিয়ে গড়া স্কোয়াডে অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে।

বাংলাদেশ ‘এ’ দল: মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আনামুল হক, হাসান মাহমুদ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত