ভারতে শ্লীলতাহানির শিকার দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার

আমার শহর ডেস্ক
Thumbnail image

ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের সঙ্গে অশালীন আচরণের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকালে ইন্দোরের রিং রোডের একটি ক্যাফে থেকে হোটেলে ফেরার সময় এক মোটরসাইকেল আরোহী এসে তাদের অনুপযুক্তভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে অভিযোগ জানানোর পরপরই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্য ইন্দোরে একটি ক্যাফেতে যাওয়ার সময় এক মোটরসাইকেল আরোহীর দ্বারা অনুপযুক্তভাবে স্পর্শের শিকার হন। এই ঘটনাটি দ্রুত দলের নিরাপত্তাকর্মীরা স্থানীয় পুলিশকে জানালে তদন্ত শুরু হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ইন্দোর পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে। রিং রোডের একটি ক্যাফে থেকে হোটেলে ফেরার পথে এই ঘটনা ঘটে। অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স ইন্দোরের এমআইজি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ইন্দোর পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজেশ দানদোতিয়া বলেন,‘অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বৃহস্পতিবার রাতেই মামলা নেয়া হয় এবং অভিযুক্ত ৩০ বছর বয়সী আকিল খান নামের ওই ব্যক্তিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হয়েছে।’

এফআইআর অনুযায়ী, সকাল ১১টার দিকে অজি দুই ক্রিকেটার ক্যাফেতে গিয়েছিলেন। ফেরার পথে তারা লক্ষ্য করেন, এক ব্যক্তি মোটরসাইকেলে করে তাদের পিছু নিচ্ছে এবং পরে একজনের দিকে হাত বাড়ায়। খেলোয়াড়রা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুললে লোকটি পালিয়ে যায়। দলের নিরাপত্তা ব্যবস্থাপক সিমন্স জানান, একজন খেলোয়াড় সকাল ১১টা ৮ মিনিটে তাকে লাইভ লোকেশন পাঠান এবং বার্তা দেন,‘একজন লোক আমাদের অনুসরণ করছে ও স্পর্শ করার চেষ্টা করছে।’

পুলিশ রাত ১০টা ২৪ মিনিটে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে, ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ ধারায় যেখানে নারীর মর্যাদা নষ্টের উদ্দেশ্যে হামলা ও অনুসরণের অভিযোগ আনা হয়।

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, খেলোয়াড়রা কীভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বাইরে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হবে। এমপিসিএর প্রধান প্রশাসনিক কর্মকর্তা রোহিত পান্ডিত বলেন,‘ইন্দোর সাধারণত নারীদের জন্য নিরাপদ শহর হিসেবে পরিচিত। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। দলের নিরাপত্তা কর্মকর্তারা, স্থানীয় পুলিশ ও বিসিসিআইয়ের নিরাপত্তাকর্মীরা দায়িত্বে ছিলেন। তারপরও কীভাবে খেলোয়াড়রা নিরাপত্তা টিমকে না জানিয়ে বাইরে গিয়েছিলেন, সেটি এখন খতিয়ে দেখা হচ্ছে।’

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া নারী দল ১৭ অক্টোবর থেকে ইন্দোরে অবস্থান করছে এবং আজ (শনিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তাদের শেষ লিগ ম্যাচ। অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যালিসা হিলির দল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত