আমার শহর স্পোর্টস ডেস্ক
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১-০ গোলের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১২তম মিনিটে শেখ মোরসালিনের গোলে ২২ বছর পর এ জয়ের রাস্তা সূচিত হয়। এরপর সেই গোল ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন হামজা চৌধুরী-শেখ মোরসালিনরা। ভারতের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচ মাঠে হাজির থেকে উপভোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেখ মোরসালিনের গোলের পরই গ্যালারিতে দেখা গেছে ক্রীড়া উপদেষ্টার উচ্ছ্বাস। তিনি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অনেকের সঙ্গেই খুশিতে আলিঙ্গন করেন। রেফারি ম্যাচের শেষ বাঁশি বাজানোর পরই মাঠে নেমে আসেন ক্রীড়া উপদেষ্টা।
এরপর তাকে ড্রেসিং রুমে নিয়ে যান বাফুফে সভাপতি। সেখানকার একটি ভিডিও পোস্ট করা হয়েছে খোদ ক্রীড়া উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, খেলোয়াড়দের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ উদ্যাপন করছেন ক্রীড়া উপদেষ্টা ও বাফুফে সভাপতি। এমন সময় ফুটবলাররা স্লোগানোর তালে ক্রীড়া উপদেষ্টার কাছে ‘বোনাস’ দাবি করেন। উল্লসিত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সঙ্গে সঙ্গে দুই আঙ্গুল তুলে ফুটবল দলের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করেন। সবশেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ টিভি সাংবাদিকদের সামনেও ফুটবল দলের জন্য দুই কোটি টাকার বোনাস ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১-০ গোলের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১২তম মিনিটে শেখ মোরসালিনের গোলে ২২ বছর পর এ জয়ের রাস্তা সূচিত হয়। এরপর সেই গোল ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন হামজা চৌধুরী-শেখ মোরসালিনরা। ভারতের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচ মাঠে হাজির থেকে উপভোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেখ মোরসালিনের গোলের পরই গ্যালারিতে দেখা গেছে ক্রীড়া উপদেষ্টার উচ্ছ্বাস। তিনি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অনেকের সঙ্গেই খুশিতে আলিঙ্গন করেন। রেফারি ম্যাচের শেষ বাঁশি বাজানোর পরই মাঠে নেমে আসেন ক্রীড়া উপদেষ্টা।
এরপর তাকে ড্রেসিং রুমে নিয়ে যান বাফুফে সভাপতি। সেখানকার একটি ভিডিও পোস্ট করা হয়েছে খোদ ক্রীড়া উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, খেলোয়াড়দের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ উদ্যাপন করছেন ক্রীড়া উপদেষ্টা ও বাফুফে সভাপতি। এমন সময় ফুটবলাররা স্লোগানোর তালে ক্রীড়া উপদেষ্টার কাছে ‘বোনাস’ দাবি করেন। উল্লসিত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সঙ্গে সঙ্গে দুই আঙ্গুল তুলে ফুটবল দলের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করেন। সবশেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ টিভি সাংবাদিকদের সামনেও ফুটবল দলের জন্য দুই কোটি টাকার বোনাস ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।