এশিয়া কাপের ভেন্যু এবং সময়সূচি প্রকাশ

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ ২০২৫-এর আসর, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছেন। এবারের আসরের ভেন্যু নিয়ে গুঞ্জন ছিল সংযুক্ত আরব আমিরাত হতে পারে, এবং শেষ পর্যন্ত তা সত্যি হয়েছে। মরুর দেশে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।

এক্সে (টুইটারে) এসিসির চেয়ারম্যান লিখেছেন,‘আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে, সংযুক্ত আরব আমিরাতে পুরুষদের এসিসি এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দারুণ এক ক্রিকেট উৎসবের প্রত্যাশায় আছি! পূর্ণাঙ্গ সূচি খুব শিগগিরই প্রকাশিত হবে।’

এশিয়া কাপের আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক এবং রাজনৈতিক উত্তেজনা চলছিল। গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এসিসির বৈঠকে এ নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। গুঞ্জন উঠেছিল যে, ভারতসহ বেশ কিছু দেশ বৈঠকে অংশ নেবে না, তবে শেষ পর্যন্ত ভারত অনলাইনে যোগ দিয়ে বৈঠকে অংশ নেয়।

এসিসির বৈঠকের পরই এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে সব শঙ্কা কেটে যায়। বৈঠকের পরই জানানো হয়েছিল যে, টুর্নামেন্টের সূচি প্রকাশ কেবল সময়ের ব্যাপার। ক্রিকবাজ জানিয়েছিল যে, সম্ভবত ২৬ জুলাই বা ২৮ জুলাইয়ের মধ্যে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। সেই খবরই সত্যি হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করা হয়নি তবে এসিসির চেয়ারম্যান নিজেই টুর্নামেন্ট শুরুর এবং শেষের দিন ঘোষণা করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত