কুমিল্লা ক্লাবে স্নুকার ডাবল টুনামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

জেড এইচ এগ্রো পার্ক স্নুকার ডাবল টুনামেন্টের উদ্বোধন হয়েছে কুমিল্লা ক্লাবে। গতকাল বুধবার রাতে ক্লাবের বিলিয়ার্ড কক্ষে প্রধান অতিথি হিসেবে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জহিরুল হক জেন্টু। কুমিল্লা ক্লাবের নির্বাচিত কার্যকরি সদস্য ও আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখোলা এলাকার জেড এইচ এগ্রো পার্কের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হক লিটুর স্পন্সরে ওই টুনামেন্ট হচ্ছে।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের আপ্যায়ন সম্পাদক ওমর ফারুক শাহীন, কল্যাণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সুমন ও টুনামেন্টের মিডিয়া পার্টনার আমার শহর পত্রিকার সম্পাদক ও ক্লাবের সদস্য গাজীউল হক সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের অর্থ সম্পাদক মো. আতিকুল ইসলাম, জ্যেষ্ঠ সদস্য কাউসার খান, হোসাইন কামরুল, ফয়সল হোসেন ডিকেন্স প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহাবুবুল আলম বাবু।

কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল বলেন, কুমিল্লা ক্লাবে প্রতিনিয়ত এই ধরনের প্রতিযোগিতা করতে হবে। ডাইনামিক ক্রীড়া সম্পাদক ও আমি এইসব আয়োজনে সহযোগিতা করব।

আয়োজকেরা জানিয়েছেন, প্রতিযোগিতায় দুইটি গ্রুপে ১৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বর ফাইনাল খেলা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত