আমার শহর স্পোর্টস ডেস্ক

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস ২০২৫ টুর্নামেন্টে ভারতকে একের পর এক হারের মুখে পড়তে হলো। পাকিস্তানকে ২ রানে হারানোর পর কয়েক ঘণ্টার ব্যবধানে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে গেছে দীনেশ কার্তিকের দল। গতকাল শনিবার বোল রাউন্ডের ম্যাচে ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত চার উইকেটে হেরে গেছে আরব আমিরাতের কাছে।
ম্যাচের শুরুতে দুর্দান্ত সূচনা পায় আমিরাত। ওপেনার খালিদ শাহ ও সাগির খান প্রথম দুই ওভারে ৪২ রান তুলেন। শেষের আগের বলে মোহাম্মদ আরফান ছক্কা মেরে দলকে জয় নিশ্চিত করেন। ভারতের হয়ে স্টুয়ার্ট বিনি ও ভারত চিপলি দুইটি করে উইকেট নেন। আগে ব্যাট করে ভারত ৩ উইকেটে ১০৭ রান তুলেছিল, যেখানে অভিমন্যু মিথুন ৫০ এবং দীনেশ কার্তিক ৪২ রান করেন।
এর আগে গ্রুপ পর্বে কুয়েতের কাছে ভারতের হার ধাক্কা দিয়েছে দলের কোয়ার্টার ফাইনালের আশা। কুয়েতের অধিনায়ক ইয়াসিন প্যাটেল ব্যাটে ও বলে উজ্জ্বল পারফরম্যান্স দেখান। ভারতের বিপক্ষে ১৪ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে তিনি ৩ উইকেট নেন। প্রথম ওভারে রবিন উথাপ্পা ও কার্তিককে ফিরিয়ে ভারতকে চাপে ফেলে দেন। ৫ম ওভারে প্রিয়াঙ্ক পঞ্চলের করা শেষ ওভারে ইয়াসিন পাঁচটি ছক্কা হাঁকিয়ে ৩২ রান তুলেন।
তাড়া করতে নেমে ভারত মাত্র ৫.৪ ওভারে ৭৯ রানে অলআউট হয়। অভিমন্যু মিথুন সর্বোচ্চ ২৬ রান করেন, শাহবাজ নাদিম ১৯ ও প্রিয়াঙ্ক ১৭ রান যোগ করেন। ভারতের এই ধারাবাহিক পরাজয়ের ফলে তারা মূল প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে এবং বোল লিগে খেলতে হচ্ছে। কুয়েত কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে।

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস ২০২৫ টুর্নামেন্টে ভারতকে একের পর এক হারের মুখে পড়তে হলো। পাকিস্তানকে ২ রানে হারানোর পর কয়েক ঘণ্টার ব্যবধানে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে গেছে দীনেশ কার্তিকের দল। গতকাল শনিবার বোল রাউন্ডের ম্যাচে ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত চার উইকেটে হেরে গেছে আরব আমিরাতের কাছে।
ম্যাচের শুরুতে দুর্দান্ত সূচনা পায় আমিরাত। ওপেনার খালিদ শাহ ও সাগির খান প্রথম দুই ওভারে ৪২ রান তুলেন। শেষের আগের বলে মোহাম্মদ আরফান ছক্কা মেরে দলকে জয় নিশ্চিত করেন। ভারতের হয়ে স্টুয়ার্ট বিনি ও ভারত চিপলি দুইটি করে উইকেট নেন। আগে ব্যাট করে ভারত ৩ উইকেটে ১০৭ রান তুলেছিল, যেখানে অভিমন্যু মিথুন ৫০ এবং দীনেশ কার্তিক ৪২ রান করেন।
এর আগে গ্রুপ পর্বে কুয়েতের কাছে ভারতের হার ধাক্কা দিয়েছে দলের কোয়ার্টার ফাইনালের আশা। কুয়েতের অধিনায়ক ইয়াসিন প্যাটেল ব্যাটে ও বলে উজ্জ্বল পারফরম্যান্স দেখান। ভারতের বিপক্ষে ১৪ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে তিনি ৩ উইকেট নেন। প্রথম ওভারে রবিন উথাপ্পা ও কার্তিককে ফিরিয়ে ভারতকে চাপে ফেলে দেন। ৫ম ওভারে প্রিয়াঙ্ক পঞ্চলের করা শেষ ওভারে ইয়াসিন পাঁচটি ছক্কা হাঁকিয়ে ৩২ রান তুলেন।
তাড়া করতে নেমে ভারত মাত্র ৫.৪ ওভারে ৭৯ রানে অলআউট হয়। অভিমন্যু মিথুন সর্বোচ্চ ২৬ রান করেন, শাহবাজ নাদিম ১৯ ও প্রিয়াঙ্ক ১৭ রান যোগ করেন। ভারতের এই ধারাবাহিক পরাজয়ের ফলে তারা মূল প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে এবং বোল লিগে খেলতে হচ্ছে। কুয়েত কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে।