ভারতে খেলবেন রোনালদো

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

ভারতীয় ফুটবলের জন্য আসছে এক ঐতিহাসিক মুহূর্ত। সবকিছু ঠিক থাকলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে (এসিএল) খেলতে ভারতে সফর করবেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

গতকাল শুক্রবার অনুষ্ঠিত এসিএলের নতুন মৌসুমের ড্রয়ে 'ডি' গ্রুপে পড়েছে রোনালদোর ক্লাব আল নাসর। তাদের গ্রুপে রয়েছে ভারতের এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলল এবং ইরাকের আল জাওরা। ফলে অ্যাওয়ে ম্যাচ খেলতে ভারতে যেতে হতে পারে সৌদি জায়ান্টদের।

ভারতের এফসি গোয়ার কাছে এটি নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। ক্লাবটির প্রধান নির্বাহী রবি পুস্কুর বলেন, ‘এটি আমাদের জন্য একবারই আসার মতো সুযোগ। আল নাসর ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্বাগত জানানো ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি।’

তিনি আরও যোগ করেন, ‘ভারতীয় ফুটবলের জন্যও এটি গৌরবের। আমরা আমাদের যোগ্যতায় এখানে পৌঁছেছি। এই ধরনের ম্যাচগুলো আমাদের প্রমাণ করার সুযোগ করে দেয় যে আমরা মহাদেশীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

রোনালদোর সঙ্গে আল নাসরে আছেন সাদিও মানে, হোয়াও ফেলিক্স, অ্যামেরিক লাপোর্তে ও ইনিগো মার্তিনেজের মতো তারকারা। তারা ভারতে খেলতে এলে দেশটির ফুটবলের জন্য তা হবে ঐতিহাসিক এক উপলক্ষ।

তবে রোনালদোর মাঠে নামা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আল নাসরের সঙ্গে তার চুক্তিতে এসিএলের অ্যাওয়ে ম্যাচ খেলার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ চাইলে তিনি কেবল হোম ম্যাচগুলোই খেলতে পারেন। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন রোনালদো, সেটিই এখন দেখার বিষয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত