ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অভিষেক-গিল জুটির রেকর্ড

আমার শহর ডেস্ক
Thumbnail image

ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও আলো কাড়লেন অভিষেক শর্মা ও শুভমান গিল। ম্যাচে মাত্র ৪.৫ ওভার ব্যাট করার সুযোগ পেলেও এই দুই ওপেনার ঝড়ো ব্যাটিংয়ে ৫২ রান তুলে ফেলেন। আর সেই সঙ্গে গড়ে ফেলেন অনন্য এক রেকর্ড। এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিং জুটি হিসেবে তারা মোট ১৮৮ রান সংগ্রহ করেছেন।

অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোনো জুটির সর্বোচ্চ রান এটি। এ ক্ষেত্রে তারা পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ও ত্রিস্টান স্টাবসকে। এই জুটি এই বছরে করেছিলেন ১৮৭ রান।

বৃষ্টির আগে গিল ১৬ বলে ২৯ ও অভিষেক ১৩ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন।দু’জনই শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে বোলারদের চাপে রাখেন। সিরিজ জয় নিশ্চিত করে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব প্রশংসায় ভাসালেন তার দুই ওপেনারকে। তিনি বলেন, ‘যখন অভিষেক ও শুভমান ওপেনিংয়ে নামে, সবাই হাসতে থাকে। তারা পরিস্থিতি বুঝে ব্যাট করে এবং প্রতিটি ম্যাচ থেকে শিখছে।

গিল ও অভিষেকের ব্যাটিং রসায়ন নিয়ে যখন ‘ফায়ার অ্যান্ড আইস’ উপমা দেওয়া হয়, তখন হাস্যরসের ছলে অভিষেক বলেন, “স্যার, আমরা ‘ফায়ার অ্যান্ড আইস’ না, আমরা ‘ফায়ার অ্যান্ড ফায়ার’। আজ বরফের কিছুই ছিল না, শুধু আগুন।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত