আমার শহর স্পোর্টস ডেস্ক

জোড়া গোলের উচ্ছ্বাস, তারপরই লাল কার্ডের ধাক্কা-অম্লমধুর এক রাত কাটালেন বায়ার্ন মিউনিখের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াস। গত মঙ্গলবার রাতে প্যারিসে আয়োজিত রোমাঞ্চকর লড়াইয়ে দিয়াসের জোড়া গোলেই পিএসজিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে উঠেছে জার্মান জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভিনসেন্ট কোম্পানির দল। চতুর্থ মিনিটে মাইকেল ওলিসের নেওয়া শট ফিরিয়ে দেন পিএসজি গোলরক্ষক লুকাহ শুভালিয়ে, কিন্তু ফিরতি বল জালে পাঠিয়ে বায়ার্নকে এগিয়ে দেন দিয়াস। প্রথমার্ধের ৩২তম মিনিটে আবারও প্রতিপক্ষের ভুলে গোল করেন তিনি। ডিফেন্ডার মার্কিনিয়োস বলের নিয়ন্ত্রণ হারালে সেটি কাড়িয়ে নিয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন কলম্বিয়ান এই ফরোয়ার্ড।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সবকিছু বদলে যায়। মাঝমাঠে পিএসজির আশরাফ হাকিমির ওপর বেপরোয়া ট্যাকল করে শুরুতে হলুদ কার্ড দেখেন দিয়াস। পরে ভিডিও রিভিউয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। মাঠ ছাড়ার সময় হাকিমি কেঁদে ফেলেন, কারণ সেই ট্যাকলে তার বাঁ পায়ের গোড়ালিতে আঘাত লেগেছিল।
দ্বিতীয়ার্ধে একজন বেশি নিয়ে পুরো সময় চাপ ধরে রাখে পিএসজি। বল দখলে তারা এগিয়ে ছিল ৭১ শতাংশ সময়, আর গোলের উদ্দেশে নেয় ২৫টি শট। তবে বায়ার্নের গোলরক্ষক মানুয়েল নয়ার একের পর এক সেভে দলের লিড ধরে রাখেন। ৭৪তম মিনিটে লি কাং-ইনের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে ব্যবধান কমান জোয়াও নেভেস। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।
এই জয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকল বায়ার্ন মিউনিখ, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। অন্যদিকে, তিন জয়ের পর প্রথম হারের স্বাদ পেল গতবারের চ্যাম্পিয়ন পিএসজি, ৯ পয়েন্ট নিয়ে তারা এখন তিনে।
ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “দিয়াস আজ অসাধারণ ছিল। এমন খেলোয়াড়রা মাঠে পার্থক্য গড়ে দেয়। তবে আমি আশা করছি হাকিমি দ্রুত সেরে উঠবে, এটা ফুটবলের অংশ।”
পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। হাকিমি ও দেম্বেলের চোট আমাদের ভারসাম্য নষ্ট করেছে।”
এই হারের ফলে পিএসজির সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ, কারণ আগামী মাসে আফ্রিকা কাপ অব নেশনসের আগে হাকিমির ইনজুরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জোড়া গোলের উচ্ছ্বাস, তারপরই লাল কার্ডের ধাক্কা-অম্লমধুর এক রাত কাটালেন বায়ার্ন মিউনিখের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াস। গত মঙ্গলবার রাতে প্যারিসে আয়োজিত রোমাঞ্চকর লড়াইয়ে দিয়াসের জোড়া গোলেই পিএসজিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে উঠেছে জার্মান জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভিনসেন্ট কোম্পানির দল। চতুর্থ মিনিটে মাইকেল ওলিসের নেওয়া শট ফিরিয়ে দেন পিএসজি গোলরক্ষক লুকাহ শুভালিয়ে, কিন্তু ফিরতি বল জালে পাঠিয়ে বায়ার্নকে এগিয়ে দেন দিয়াস। প্রথমার্ধের ৩২তম মিনিটে আবারও প্রতিপক্ষের ভুলে গোল করেন তিনি। ডিফেন্ডার মার্কিনিয়োস বলের নিয়ন্ত্রণ হারালে সেটি কাড়িয়ে নিয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন কলম্বিয়ান এই ফরোয়ার্ড।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সবকিছু বদলে যায়। মাঝমাঠে পিএসজির আশরাফ হাকিমির ওপর বেপরোয়া ট্যাকল করে শুরুতে হলুদ কার্ড দেখেন দিয়াস। পরে ভিডিও রিভিউয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। মাঠ ছাড়ার সময় হাকিমি কেঁদে ফেলেন, কারণ সেই ট্যাকলে তার বাঁ পায়ের গোড়ালিতে আঘাত লেগেছিল।
দ্বিতীয়ার্ধে একজন বেশি নিয়ে পুরো সময় চাপ ধরে রাখে পিএসজি। বল দখলে তারা এগিয়ে ছিল ৭১ শতাংশ সময়, আর গোলের উদ্দেশে নেয় ২৫টি শট। তবে বায়ার্নের গোলরক্ষক মানুয়েল নয়ার একের পর এক সেভে দলের লিড ধরে রাখেন। ৭৪তম মিনিটে লি কাং-ইনের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে ব্যবধান কমান জোয়াও নেভেস। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।
এই জয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকল বায়ার্ন মিউনিখ, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। অন্যদিকে, তিন জয়ের পর প্রথম হারের স্বাদ পেল গতবারের চ্যাম্পিয়ন পিএসজি, ৯ পয়েন্ট নিয়ে তারা এখন তিনে।
ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “দিয়াস আজ অসাধারণ ছিল। এমন খেলোয়াড়রা মাঠে পার্থক্য গড়ে দেয়। তবে আমি আশা করছি হাকিমি দ্রুত সেরে উঠবে, এটা ফুটবলের অংশ।”
পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। হাকিমি ও দেম্বেলের চোট আমাদের ভারসাম্য নষ্ট করেছে।”
এই হারের ফলে পিএসজির সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ, কারণ আগামী মাসে আফ্রিকা কাপ অব নেশনসের আগে হাকিমির ইনজুরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।