পদত্যাগ করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর গাজা বিভাগের কমান্ডার

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
Thumbnail image

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) কমান্ডার পদত্যাগ করেছেন।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা প্রতিহত করতে না পারার ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তার নাম হাইম কোহেন। তিনি বলেছেন, ‘হামলার ফলে দেখা যাচ্ছে আমি কিভাবে ব্যর্থ হয়েছি।’ দক্ষিণাঞ্চলের কমান্ড প্রধান মেজর জেনারেল ইয়ানিভ আসরের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

হাইম কোহেন বলেন, ‘আমার ব্রিগেডের মূল দায়িত্ব ইসরায়েল-গাজা সীমান্ত এলাকাকে সুরক্ষিত রাখা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে ভয়াবহ হামলা আমাদের ব্যর্থতার পরিচায়ক। আমরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায় নিয়েই আমি পদত্যাগ করছি।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে শত শত রকেট হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামা। তাদের হামলায় ১২০০ জন নিহত হন, জি জিম্মি করেন ২৫১ জনকে। জবাবে গাজায় বহু বছর ধরে চলা সামরিক অভিযান জোরাল করে ইসরায়েল। সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

টানা ১৫ মাস গাজায় অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে প্রায় ২ মাস যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত