শপথ নিতে যাচ্ছেন রদ্রিগেজ
আমার শহর ডেস্ক

ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় আজ সোমবার জাতীয় পরিষদে তাঁর শপথগ্রহণের কথা। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছিল।
রুদ্রিগেজের প্রেসিডেন্ট হওয়ার খবরের মাত্র কয়েক ঘণ্টা আগে তাঁকে সতর্ক করে বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, তিনি (রুদ্রিগেজ) যদি সঠিক কাজ না করেন, তাহলে বড় মূল্য দিতে হতে পারে।
মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রুদ্রিগেজ সঠিকভাবে কাজ না করলে মাদুরোর চেয়েও বড় পরিণতি ভোগ করতে হতে পারে। ওই সাক্ষাৎকারে ভেনেজুয়েলা সম্পর্কে ট্রাম্প আরও বলেন, শাসন পরিবর্তন বা যাই বলা হোক না কেন, বর্তমান অবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো।
রুদ্রিগেজের সঠিকভাবে কাজ করা বলতে কী বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়। তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রবেশ করে অবকাঠামো ঠিক করবে। দেশকে (যুক্তরাষ্ট্র) অর্থ দেবে।
ডেলসি রদ্রিগেজ দীর্ঘদিন ধরেই নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ ও অনুগত সহযোগী হিসেবে পরিচিত। আইনজীবী ও কূটনীতিক পেশার রদ্রিগেজ মাদুরোর শাসনামলে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।
৫৬ বছর বয়সী রদ্রিগেজ ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টও ছিলেন। শনিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন। সে সময় যুক্তরাষ্ট্র যা চাইবে তা করতে প্রস্তুত থাকার ইচ্ছা প্রকাশ করেন রুদ্রিগেজ।
তবে রুদ্রিগেজের প্রকাশ্যে বলা নানা মন্তব্যের সঙ্গে ট্রাম্পের এমন দাবি সাংঘর্ষিক। কারণ, রুদ্রিগেজ আগে স্পষ্টভাবে বলেছিলেন, ভেনেজুয়েলা কখনও কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না। তবে রোববার প্রথম মন্ত্রিসভা বৈঠকে তিনি তুলনামূলক নমনীয় সুরে কথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে চলার জন্য অন্যদের আহ্বান জানান।

ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় আজ সোমবার জাতীয় পরিষদে তাঁর শপথগ্রহণের কথা। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছিল।
রুদ্রিগেজের প্রেসিডেন্ট হওয়ার খবরের মাত্র কয়েক ঘণ্টা আগে তাঁকে সতর্ক করে বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, তিনি (রুদ্রিগেজ) যদি সঠিক কাজ না করেন, তাহলে বড় মূল্য দিতে হতে পারে।
মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রুদ্রিগেজ সঠিকভাবে কাজ না করলে মাদুরোর চেয়েও বড় পরিণতি ভোগ করতে হতে পারে। ওই সাক্ষাৎকারে ভেনেজুয়েলা সম্পর্কে ট্রাম্প আরও বলেন, শাসন পরিবর্তন বা যাই বলা হোক না কেন, বর্তমান অবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো।
রুদ্রিগেজের সঠিকভাবে কাজ করা বলতে কী বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়। তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রবেশ করে অবকাঠামো ঠিক করবে। দেশকে (যুক্তরাষ্ট্র) অর্থ দেবে।
ডেলসি রদ্রিগেজ দীর্ঘদিন ধরেই নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ ও অনুগত সহযোগী হিসেবে পরিচিত। আইনজীবী ও কূটনীতিক পেশার রদ্রিগেজ মাদুরোর শাসনামলে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।
৫৬ বছর বয়সী রদ্রিগেজ ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টও ছিলেন। শনিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন। সে সময় যুক্তরাষ্ট্র যা চাইবে তা করতে প্রস্তুত থাকার ইচ্ছা প্রকাশ করেন রুদ্রিগেজ।
তবে রুদ্রিগেজের প্রকাশ্যে বলা নানা মন্তব্যের সঙ্গে ট্রাম্পের এমন দাবি সাংঘর্ষিক। কারণ, রুদ্রিগেজ আগে স্পষ্টভাবে বলেছিলেন, ভেনেজুয়েলা কখনও কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না। তবে রোববার প্রথম মন্ত্রিসভা বৈঠকে তিনি তুলনামূলক নমনীয় সুরে কথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে চলার জন্য অন্যদের আহ্বান জানান।