চাঁদের মাটির নমুনা ৬ দেশের হাতে তুলে দেবে চীন

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
Thumbnail image

ছাং’এ-৫ অভিযানে চন্দ্রপৃষ্ঠ থেকে সংগৃহীত নমুনা ছয়টি দেশের সাতটি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের হাতে তুলে দিচ্ছে চীন। বৃহস্পতিবার শাংহাইয়ে আয়োজিত ‘জাতীয় মহাকাশ দিবস’-এ চীন জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে।

নমুনা পাওয়ার সুযোগ পেয়েছে ফ্রান্স, জার্মানি, জাপান, পাকিস্তান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাতটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান। ২০২৩ সালের নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হলে ১১টি দেশ ও সংস্থা ৭১ সেট নমুনা চেয়ে আবেদন করে। সেসব আবেদন যাচাই-বাছাই করে সাতটি প্রতিষ্ঠান চূড়ান্ত করা হয়।

সিএনএসএ প্রধান শান চোংতে বলেন, ছাং’এর নমুনা কেবল চীনের নয়, সারা বিশ্বের সম্পদ। এগুলো মানবজাতির সম্মিলিত জ্ঞান সমৃদ্ধ করবে।

তিনি আরও জানান, বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ছাং’এ-৬ এর নমুনা পেতেও আগ্রহী। কারণ এটা চাঁদের দূরবর্তী দিক থেকে সংগ্রহ করা প্রথম নমুনা। শান বলেন, চীনা সরকার শিগগিরই ওই নমুনাগুলোর জন্য আন্তর্জাতিক আবেদনপত্র চালু করবে।

সূত্র: সিএমজি

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত