আমেরিকায় গ্রেটার কুমিল্লার পিঠা উৎসব

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image
মিশিগানে পিঠা উৎসব

১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে এ উৎসবের আয়োজন করে। উৎসবে অন্তত ৫০ ধরনের পিঠা পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছোট বাচ্চাদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে গ্রাম-বাংলার এসব পিঠাপুলির সঙ্গে পরিচিতি করতেই এমন আয়োজন। উৎসবে বাপা, চিতই, সন্দেশ, পাটিসাপটাসহ গ্রামীণ ঐতিহ্যবাহী অন্তত ৫০ ধরনের পিঠা পরিবেশন করা হয়।

এছাড়া অনুষ্ঠানে ছোট বাচ্চাদের যেমন খুশি, তেমন সাজো প্রতিযোগিতা উৎসবে বাড়তি আনন্দের মাত্রা যোগ করেছে। রাখাল বালক, গ্রামের বালিকার বেশেসহ বাঙালি পোশাকের সাজে বাচ্চারা অংশ নেয়। পরে প্রতিযোগিতায় সেরা বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড. শাহীন হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেনসহ অন্যান্য অতিথিরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত