ধর্ষণের দায়ে দোষী ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Thumbnail image

ইরান ধর্ষণের অভিযোগে দোষী এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। গতকাল মঙ্গলবার ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর ওই ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটির বিচার বিভাগের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। সরকারি সংবাদমাধ্যমটি জানিয়েছে, সুপ্রিম কোর্ট রায় বহাল রাখার পর বাসতাম শহরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মিজান প্রাদেশিক বিচার বিভাগের প্রধান মোহাম্মদ আকবরির উদ্ধৃতি দিয়ে বলেছে, রায় ‘সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট পর্যালোচনার পর নিশ্চিত এবং কার্যকর করা হয়েছে।’ প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি দুই নারীর সঙ্গে প্রতারণা করেছে এবং জোর করে ধর্ষণ করেছে।তারা আরো জানিয়েছে, ওই ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দিয়ে ভুক্তভোগীদের সম্মান নষ্ট করার ভয় দেখাত। দোষীর পরিচয় এবং তার সাজা ঘোষণার তারিখ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ইরান সাধারণত কারাগারের ভেতরে মৃত্যুদণ্ড কার্যকর করে। খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে ফাঁসি কার্যকর করার দুই সপ্তাহ পরে এই শাস্তি দেওয়া হলো। এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র বেশির ভাগ দোষীকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। চীনের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত