তানজানিয়ায় সহিংস নির্বাচনে আবারও জয়ী সামিয়া

আমার শহর ডেস্ক
Thumbnail image

আফ্রিকার দেশ তানজানিয়ায় ব্যাপক সংঘাতপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান সামিয়া সুলুহু হাসান। আজ শনিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়ে সামিয়া হাসান নির্বাচিত হয়েছেন।

ক্ষমতাসীন চামা চা মাপিনডুজি (সিসিএম) দলের হয়ে ভোটে অংশগ্রহণ করেন সামিয়া। বুধবারের ভোটে ৯৭.৬৬ শতাংশ ভোট পেয়েছেন। এটি তানজানিয়ার ইতিহাসে অভূতপূর্ব নির্বাচনী ফলাফল। তবে, এ নির্বাচন বিতর্কিত বলে ইতোমধ্যেই পরিচিত পেয়েছে।

ভোটের আগে ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সরকার ভিন্নমত পোষণকারী ও বিরোধীদের ওপর কঠোর দমন-পীড়ন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রধান দুই বিরোধী দলই নিষেধাজ্ঞার মুখে নির্বাচনে অংশ নিতে পারেনি।

নির্বাচনের দিন বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কিছু বিক্ষোভকারী হাসানের ব্যানার ছিঁড়ে ফেলে এবং সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বিক্ষোভকারীদের থামাতে কাঁদানে গ্যাস ও গুলি ছুঁড়ে। শুক্রবারও দেশটির বৃহত্তম নগরী দার-এস-সালামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা অসংখ্য গাড়ি, পেট্রোল স্টেশন ও থানায় আগুন ধরিয়ে দেয়।

দেশটির প্রধান বিরোধীদল চাদেমা পার্টি বিক্ষোভে প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন। জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, তিনটি শহরে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ থাবিত কম্বো বলেছেন, নির্বাচন আয়োজনে কর্তৃপক্ষ যথাযথভাবে কাজ করেছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা ঘটেনি। সরকার কোনও বিক্ষোভকারী নিহত হওয়ার তথ্য পায়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত