বাংলাদেশে আসার সময় সীমান্তে ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে শাওন কর্মকার (৩৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার (৩ মার্চ) দুপুরে বিজিবি কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। আটক শাওন কর্মকার ভারতের পশ্চিম ত্রিপুরার খায়েরপুর উপজেলার কাশিপুর মিশন রোড গ্রামের শান্তি কর্মকারের ছেলে।  


অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, রবিবার দিবাগত রাতে কুমিল্লা সীমান্তের সদরের কেরানীনগর এলাকায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক শাওন কর্মকারকে বিজিবির টহল দল আটক করে। এসময় তার কাছ থেকে ভারতীয় একটি আধার কার্ড, একটি ফার্মানেন্ট একাউন্ট নাম্বার কার্ড এবং একটি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড জব্দ করা হয়।

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে শাওন কর্মকারকে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত